Pakistani fan wears MSD jersey

মহানগর ওয়েবডেস্ক: শুধু ভারতেই নয়, সারা বিশ্বে রয়েছে মহেন্দ্র সিং ধোনির ফ্যান৷ এমনকী চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানেও তিনি মাহি ‘ভাই’৷ লন্ডন বিশ্বকাপের পর আর ধোনিকে দেখা যায়নি দেশের হয়ে মাঠে নামতে৷ নীল জার্সিতে বারবার তাঁর অভাব বোধ করেছেন ফ্যানেরা৷ এমনকী পাকিস্তানও ‘মিস’ করছে এমএসডিকে৷ এমনটাই বার্তা দিলেন শেহজাদ-উল-হাসান৷

গত সোমবার পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে মুলতান সুলতানসের ম্যাচ ছিল৷ রাওলপিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে শেহজাদ এসেছিলেন তাঁর প্রিয় দল ইসলামাবাদের হয়ে গলা ফাটাতে৷ তাঁর পরনে ছিল পাকিস্তান জাতীয় দলের রেপ্লিকা জার্সি৷ আর তার পিছনেই খোদাই করে লেখা ছিল ধোনি ও তাঁর ট্রেডমার্ক নম্বর সাত৷

শেহজাদ টুইট করে সেই ছবি শেয়ার করে লিখেছেন, “স্টেডিয়ামে ভাই! উপচে পড়া স্টেডিয়ামে আমার পুরো সমর্থন আইএসবি ইউনাইটেডের জন্য৷ এমএস ধোনিকে মিস করছি৷” আর এই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ যদিও শেহজাদের প্রিয় দল এদিন জিততে পারেনি৷ তাদের ৯ উইকেটে হারিয়ে মুলতানরা পৌঁছে গিয়েছে পিএসএলের প্লে-অফে৷

ফের একবার ব্যাট হাতে নেমে পড়লেন ধোনি৷ চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলতে নামার আগে নেটে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন মাহি৷ ৩৮ বছরের ধোনি সেই ২০০৮ থেকেই রয়েছেন চেন্নাইয়ের সঙ্গে৷ মাঝে দু’বছর ম্যাচ গড়াপেটার অভিযোগে সিএসকে আইপিএল থেকে নির্বাসিত হয়েছিল৷ ২০১৬ ও ২০১৭ সালে তিনি খেলেন রাইজিং পুনে সুপার জায়েন্টের হয়ে৷ এরপর ফের ২০১৮-তে সিএসকে ফেরে আইপিএলে৷ আর প্রত্যাবর্তনেই দলকে চ্যাম্পিয়ন করেন এমএসডি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here