ডেস্ক: সময় গড়িয়ে চললেও পঞ্চায়েত নির্বাচন নিয়ে অব্যাহত অনিশ্চয়তা। গতকাল জেলায় জেলায় সন্ত্রাসের ছবি স্পষ্ট হওয়ার পর ফের একবার আদালতের দ্বারস্থ হয়েছে বিরোধীরা। সোমবার ফের একবার মনোনয়নের তারিখ নির্দিষ্ট করা হলেও তা যে প্রহসন ছাড়া আর কিছুই ছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা জলের মতো স্বচ্ছ হয়ে যায়। আদালতের নির্দেশ সত্ত্বেও মনোনয়ন জমা দিতে পারেন না বিরোধীরা।
অন্যদিকে, ভোট ভাগ্য কী হবে তা রাজ্য ও কমিশনের মধ্যে মতানৈক্যও অব্যাহত। হাইকোর্টে যদি নতুন করে কোনও সমস্যা না হয় তবে আজই ঘোষণা হতে পারে নির্বাচনের দিনক্ষণ। গতকাল রাজ্য-কমিশনের বৈঠকের পর দিন ঘোষণা নিয়ে আশাবাদী হওয়া গেলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। সূত্রের খবর, রাজ্য চাইছে ১৪ ও ১৬ মে দু’দফায় হোক নির্বাচন। কিন্তু নির্বাচন কমিশন চাইছে ১৫ ও ১৭ মে ভোৎ করতে। নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য ও কমিশনের মধ্যে কার পছন্দ অগ্রাধিকার পায় সেটাই হবে এখন দেখার বিষয়। তবে মনে করা হচ্ছে চলতি পরিস্থিতিতে কমিশনের ইচ্ছেটাই অগ্রাধিকার পাবে। সেই সূত্রে ১৯ মে হতে পারে ভোট গণনা। ফলে রাজ্য বা কমিশন নতুন করে আইনি গেরোয় না পড়লে আজই ভোটের ভবিষ্যৎ কার্যত নিশ্চিত হয়ে যাবে।