kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: ছোট বেলার হারিয়ে যওয়া প্রেম, যন্তে রাখা থাকে মনের মণিকোঠায়। হঠাৎ করে খুঁজে পাওয়া গেলে সে আলাপচারিতা। ঠিক কতটা আদরের হতে পারে, সেই অনুভূতিই ধরা দিল সুরে সুরে। সামনে এল পিযূষ দাসের রচিত পরন্তপ মুর্খাজীর পরিচালনায় ও দেবজিৎ দত্তের গাওয়া মিউজিক ভিডিও ‘আদুরে আলাপ’। কলকাতার এক ক্যাফেতেই শুট হয়েছে ভিডিওগুলি। সম্প্রতী প্রেস ক্লাবের মুক্তি পেয়েছে মিউজিক ভিডিয়ো।

kolkata bengali news
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী ও গায়ক দেবজিৎ দত্ত, প্রাজ্ঞ দত্ত, পরিচালক পরন্তপ মুখার্জী ও কস্তুরি চক্রবর্তী সহ আরো গণ্যমান্য ব্যক্তিরা। আর পুজো মানেই নতুন হওয়ার পালা। পুজো মানেই প্রেম। আর পুজোর ঠিক আগেই মুক্তি পেলো ‘আদুরে আলাপ’ ও ‘নতুন আবেশে’। এই কদিনে  বেশ ভাল সারা ফেলেছে এই মিউজিক ভিডিয়োটি।

 

  মহানগরকে দেওয়া একান্ত সাক্ষাতকারে বিস্ফোরক নারদাকর্তা ম্যাথু স্যামুয়েল

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here