international news

Highlights

  • করোনার থাবা থেকে বাঁচতে নিজেদের প্লাস্টিকে মুড়ে ফেললেন ২ যাত্রী
  • আপাদমস্তক নিজেদের প্লাস্টিকে মুড়ে বিমানে যাত্রা করলেন তারা
  • এমনই এক ভিডিও টুইটারে পোস্ট করেন এক নেটিজেন

মহানগর ওয়েবডেস্ক: করোনা ভাইরাসের আতঙ্কে তটস্থ গোটা বিশ্ব। মারণ এই ভাইরাসের থাবা থেকে বাঁচতে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে চিনের নাগরিকেরা। একই সঙ্গে বিশ্বের যে যে দেশে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ মিলেছে সেখানকার নাগরিকেরাও যথেষ্ট সতর্কতা অবলম্বণ করছে। মুখে মাক্স পরেই রাস্তাঘাটে বের হচ্ছেন তারা। তবে এবার মাক্স পরে নিজেদের রীতিমত প্লাস্টিকে মুড়ে ফেললেন তারা। আর সেই অবস্থাতেই চড়লেন বিমানে। সম্প্রতি এমনই এক ভিডিও টুইটারে পোস্ট করেন এক নেটিজেন।

ভিডিওটি দেখা যাচ্ছে, দুজন যাত্রী বিমানে বসে রয়েছেন মাক্স পরে তাদের দেহে প্লাস্টিক জড়ানো রয়েছে। বা বলা যেতে পারে ভাইরাসের হাত থেকে বাঁচতে তারা নিজেদেরকে প্লাস্টিকে মুড়ে ফেলেছে তারা। এদের মধ্যে একজন নিজেকে ঢেকেছে সাদা প্লাস্টিকে ও অন্যজন গোলাপি প্লাস্টিকে। অস্ট্রেলিয়া থেকে ছাড়া একটি বিমানে ভাইরাস আতঙ্কে এমন ছবি দেখা গিয়েছে।

এই ভিডিওটি টুইটারে পোস্ট করার পর পরই সেটি শেয়ার হতে থাকে। প্রসঙ্গত, নোভেল করোনা ভাইরাসে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ায় মৃত্যু হয়েছে ১৫ জনের। চিনে এই ভাইরাসই কেড়ে নিয়েছে প্রায় আড়াই হাজারেরও বেশি মানুষের প্রাণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here