ডেস্ক: বাবা রামদেবের কাছে সমস্ত বিষয়ের সমাধান আছে। ভেজাল তেলের হাত থেকে বাঁচার জন্য কিংবা সঠিক মধু। এই সবকিছুর বিকল্প তিনি বানিয়েছেন। বিশুদ্ধ সর্ষের তেল থেকে ফিনাইল সবই তিনি বানিয়েছেন নিজস্ব দেশী প্রযুক্তিতে। কয়েকদিন আগেই ‘পতঞ্জলি’ সিমও বাজারে এনেছেন তিনি। এবারে এক নতুন উদ্যোগ নিলেন বাবা রামদেব। দেশে বেকারত্ব ঘোচাতে নতুন উপায় এনেছেন তিনি। ‘পতঞ্জলি’ সংস্থার মাধ্যমে দেশে হাজার বেকারদের চাকরির ব্যবস্থা করিয়ে দেবেন বাবা রামদেব। আগামী ২০২০ সালের মধ্যে তাঁর এই সংস্থাকে বিশ্বের অন্যতম এফএমসিজি প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা করবেন বলে জানা গিয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে যে প্রায় প্রতি রাজ্যেই ‘পতঞ্জলি’ কর্মী নিয়োগ করবেন বলে জানা গিয়েছে। এই বিষয়ে নিজস্ব অ্যাপ বানাচ্ছে ‘পতঞ্জলি’ গ্রুপ বলে জানা গিয়েছে। প্রায় প্রত্যেক রাজ্যের প্রতি জেলায় ৪০ থেকে ৫০ জন করে নিয়োগ করবেন বলে জানা গিয়েছে। যার জন্য যোগ্যতা হতে হবে দ্বাদশ শ্রেণি। তবে উচ্চশিক্ষিতরা আলাদা অগ্রাধিকার পাবে বলে জানা গিয়েছে। প্রতেক জন কর্মীকে বিশেষ পোশাক পরতে হবে বলে জানা গিয়েছে। যার নাম ‘পতঞ্জলি পরিধান’। ইতিমধ্যেই এই বিষয়ে রেজিস্ট্রেশন চালু হয়ে গিয়েছে নিয়োগের বলে জানা গিয়েছে। আগামী ২২ তারিখ পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। প্রত্যেক কর্মীর বেতন হবে মাসে ৮ হাজার থেকে ১৫ হাজার টাকা করে।