নিজস্ব প্রতিবেদক, শিলিগুড়ি: এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়ালো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। মৃত প্রসূতির নাম সালমা বেগম (22)। মৃতের পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার ফলেই সালমার মৃত্যু হয়েছে। প্রসব যন্ত্রণা নিয়ে এদিনই হাসপাতালে ভর্তি হন সালমা। চিকিৎসকদের মাধ্যমে তারা জানতে পেরেছিলেন সালমা যমজ সন্তানের মা হতে চলেছে। কিন্তু পরে সালমা একটি সন্তানকে প্রসব করলেও অপর সন্তানটি তার পেটের মধ্যেতারমারা যায়। পরে সালমাও মারা যান। সালমার পরিজনদের অভিযোগ, ডাক্তার ও নার্সের গাফিলতিতেই সালেমার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর পাওয়া মাত্রই তার পরিবারের লোকেরা ক্ষোভে ফেটে পড়েন। উত্তেজনা ক্রমশ বাড়তে থাকলে মেডিকেল ফাঁড়ি ও স্থানীয় থানা থেকে বিশাল পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানানো হয় পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।