ডেস্ক : পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ৪৪জন সিআরপিএফ জওয়ান। তার বদলা নিতেই মঙ্গলবার ভোররাতে পাকিস্তানের বালাকোটে জঙ্গি শিবির গুড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। ৪৪জন জওয়ানের প্রাণের বদলে প্রায় তিনশতাধিক জঙ্গিকে খতম করে বদলা নিয়ে দেখিয়েছে ভারত। তারপর থেকে উপত্যকায় লাগাতার চলছে ভারত-পাক চাপানউতোর। গুলি পাল্টা গুলি, ইটের বদলে পাটকেলে পাকিস্তানকে জবাব দিয়ে চলেছে ভারত।
এই পরিস্থিতিতে পাকিস্তানের ওপর ভারতের লাগাতার আক্রমণ দাবি করল এনডিএতে বিজেপির শরিক দল শিবসেনা। দলীয় মুখপত্র সামনাতে শিবসেনা লিখেছে, শুধু ভারতই নয়, গোটা বিশ্বের প্রাই সব দেশের জন্যই পাকিস্তান একটি ক্ষতকর দেশ। তাই পাকিস্তানকে কোনও ভাবেই ছেড়ে কথা বলার পক্ষপাতী নয় শিবসেনা। এমনকি বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে পুরোপুরি মুছে দিতে পারলে তবেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করে শিবসেনা।
শুধু তাই নয়, পাকিস্তানের ওপর লাগাতার সেনা অভিযান চালিয়ে যাওয়া উচিত বলে দলীয় মুখপত্র সামনাতে দাবি করেছে শিবসেনা। যদিও শিবসেনার এই মন্তব্যে কোনও পাল্টা মন্তব্য করতে চায়নি কেন্দ্রের শাসকদল বিজেপি।