নিজস্ব প্রতিবেদক, আসানসোল: মঙ্গলবার বার্নপুরে ইস্কোয় চাকরিপ্রার্থীরা কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ দেখান। ডেথ বেনিফিটে চাকরিপ্রার্থীদের দীর্ঘদিন ধরে চাকরি না হওয়ায় বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ দেখান তারা৷ তাদের অভিযোগ, ২০১৭ সালে চাকরির দাবি তুলে যখন তারা অনশনে বসেন, সেইসময় আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় প্রার্থীদের আশ্বাস দেন বিষয়টি দেখবেন বলে। কিন্ত মন্ত্রী তাঁর কথা না রাখায় বুধবার আসানসোলের সম্পৃতি হলে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীকে সামনে পেয়ে পুনরায় তাদের অভিযোগ তুলে ধরেন এই সমস্ত চাকরিপ্রার্থীরা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বাবুল সুপ্রিয় ।
ইস্কো কারখানায় ডেথ কোটায় চাকরিপ্রার্থীর সংখ্যা দেড়শো জন৷ ডেথ কোথায় চাকরির ক্ষেত্রে সেলের তরফে মনমর্জি চালিয়ে যাওয়া হচ্ছে, দু বছর আগে এই অভিযোগ তুলে অনশনে বসেন চাকরিপ্রার্থীরা৷ সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ইস্কো কারখানায় আশ্বাস দিয়েছিলেন যে তিনি নিজে বিষয়টি দেখবেন। কিন্তু, দীর্ঘ সময় কেটে গেলেও কিছুই হয়নি। তাই মঙ্গলবার বার্নপুরে সম্পৃতি হলে বাবুল সুপ্রিয় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এলে তাঁকে ঘিরে ধরেন চাকর প্রার্থীরা। কেন এখনও তাঁদের চাকরি হল না জানতে চান কেন্দ্রীয় মন্ত্রীর কাছে। কেন্দ্রীয়মন্ত্রী পুনরায় তাঁদের ফাইল জমা করতে বলেন।