kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: সপ্তাহের মাঝেই ফের বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম৷ পেট্রোলের দাম লিটার প্রতি বেড়েছে ২৯ পয়সা। এদিন ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে ১৯ পয়সা৷

এই নিয়ে পরপর তিনদিন বাড়ল জ্বালানির দাম৷ বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৭৫.৪৩ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৬৮.৪২ টাকা। দিল্লিতে, পেট্রলের দাম লিটার প্রতি যথাক্রমে ৭২.৭১ টাকা এবং ডিজেলর দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৬.০১ টাকায়৷ বুধবার পেট্রোলের দাম লিটার প্রতি বেড়েছিল ২৪ পয়সা আর ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছিল ২৫ পয়সা। ফের সোনালি জ্বালানির দাম উর্দ্ধগামী হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তদের কপালে৷

প্রসঙ্গত, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের উপরেই নির্ভর করে পেট্রোল-ডিজেলের দামের এই ওঠাপড়া। গত সপ্তাহেই সৌদি আরবের তৈল উৎপাদনকারী সংস্থার উপর ড্রোন হামলার পড়েই বিশ্ববাজারে প্রায় ১৯ শতাংশ বেড়ে গিয়েছে তেলের দাম। যার প্রভাব পড়েছে ভারতেও৷ যদিও ওই দেশ জানিয়েছে খুব দ্রুত তাঁরা উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here