news national

মহানগর ওয়েবডেস্ক: আগামী অক্টোবর মাস থেকে লখনৌ ও গোরক্ষপুরে শুরু হতে চলেছে ভারতের প্রথম করোনা ভ্যাকসিন ক্যান্ডিডেট কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল। সম্প্রতি এমনটাই জানিয়েছে উত্তরপ্রদেশের প্রশাসন। সেই কাজে উত্তরপ্রদেশ সরকার সবরকমের সহায়তা করবে বলে জানানো হয়েছে।

উত্তরপ্রদেশের প্রধান স্বাস্থ্য সচিব অমিত মোহন প্রসাদ গতকাল জানান, ‘ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল লখনৌ ও গোরক্ষপুরে অক্টোবর মাস থেকে শুরু হতে চলেছে।’ ভারতের প্রথম নিজস্ব করোনা ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন ‘কোভ্যাক্সিন’ যৌথ ভাবে তৈরি করে ভারত বায়োটেক ও আইসিএমআর। গত জুলাই মাসে সেই কোভ্যাক্সিনের প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু হয়। সেই ট্রায়ালে প্রাথমিক ভাবে কোভ্যাক্সিন সুরক্ষিত বলেই প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই দিল্লি এইমসে এই ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হয়। করোনার ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের জন্য প্রচুর আবেদনপত্র এসেছিল। প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল, ১৫ আগস্ট এই ভ্যাকসিনের আত্মপ্রকাশ ঘটবে। যা নিয়ে একাধিক বিতর্কের পর তাতে জল পড়ে যায়। প্রথম পর্যায়ে এই ভ্যাকসিন ৩৭৫ জন স্বেচ্ছাসেবকের উপর চালানো হয়। এইমস সহ আরও দুই তিন জায়গায় এই পরীক্ষা চলে। এরপরের ধাপে পরীক্ষা চালানো হচ্ছে আরও ৭৫০ জনকে নিয়ে। ভারতের প্রায় ১২টি জায়গায় এই পরীক্ষা চালানো হচ্ছে। প্রথম পর্যায়ে ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে কেবল সুস্থ ব্যক্তিদের উপর এই পরীক্ষা চলছিল। দ্বিতীয় পর্যায়ে ১২ থেকে ৬৫ বছর পর্যন্ত চলছে পরীক্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here