Highlights
|
মহানগর ওয়েবডেস্ক: আইপিএল বন্ধ করে দেওয়ার দাবি জানিয়ে মামলা দায়ের হল মাদ্রাজ হাইকোর্টে। গোটা বিশ্ব তথা ভারতে ক্রমবর্ধমান করোনা ভাইরাসের সংক্রমণের জেরেই এই মামলা করা হয়েছে। আগামী ২৯ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। সেখানে প্রচুর মানুষ খেলা দেখবেন। ফলে করোনা সংক্রমণের আশঙ্কা অনেকটাই বেড়ে যাচ্ছে। সেই কারণেই এবারের আইপিএলের ওপর স্থগিতাদেশ চেয়ে ওই মামলা করা হয়েছে।
মাদ্রাজ হাইকোর্টে ওই জনস্বার্থ মামলা করেছেন আইনজীবী জি অ্যালেক্স বেঞ্জিগার। আগামী ১২ মার্চ বিচারপতি এমএম সুন্দ্রেশ ও কৃষ্ণন রামস্বামীর ডিভিশন বেঞ্চে ওই মামলা উঠতে পারে। এই প্রসঙ্গে মামলাকারী জানান, ‘এখনও পর্যন্ত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়েবসাইট অনুযায়ী কোভিড-১৯ রোগের কোনও প্রতিষেধক পাওয়া যায়নি। গোটা বিশ্বে এই রোগ খুব দ্রুত ছড়াচ্ছে এবং খুব শীঘ্রই মহামারীর আকার নিতে চলেছে।’ এছাড়া ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি নাকি এর আগে বিসিসিআইয়ের কাছে আইপিএল বন্ধ রাখার আবেদন জানিয়েছিলেন। কিন্তু কোনও উত্তর না পাওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।
প্রসঙ্গত, ইতিমধ্যেই বিশ্বের নানা ক্রীড়াক্ষেত্রেই এই করোনা ভাইরাসের প্রভাব ব্যাপক ভাবে পড়েছে। ইতালি ফেডারেশন লিগের ম্যাচগুলি দর্শকশূন্য অবস্থায় খেলা হচ্ছে। এছাড়া ম্যাঞ্চেস্টার সিটি বনাম আর্সেনাল ম্যাচও স্থগিত রাখা হয়েছে।
অন্যদিকে, আইপিএল নিয়ে এখনও পর্যন্ত আশাবাদী বিসিসিআই। করোনার কোনও প্রভাব আইপিএলের ওপর পড়বে না বলে আগেই জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি। তিনি আশ্বস্ত করেছেন যে, নির্ধারিত সূচি অনুযায়ী আইপিএল হচ্ছে৷ এই ভাইরাসের মোকাবিলায় অতিরিক্ত সুরক্ষা অবলম্বন করবে বিসিসিআই৷
সৌরভ জানান, “আইপিএল হচ্ছেই৷ এটা নিয়ে কোনও সমস্যা নেই৷ বিশ্বের সব প্রান্তেই ক্রিকেট খেলা হচ্ছে৷ আবু ধাবি থেকে সংযুক্ত আরব আমিরশাহি সর্বত্রই ক্রিকেট খেলার জন্য দেশগুলো সফর করছে৷
তিনি আরও বলেন, ‘আমরা সবরকম সতর্কতা নেব৷ আমি সঠিক ভাবে বলতে পারব না যে, ঠিক কীভাবে অতিরিক্ত সুরক্ষা নেওয়া হবে৷ এটা একমাত্র মেডিক্যাল টিমই বলতে পারবে৷ তারা ইতিমধ্যেই হাসপাতালগুলির সঙ্গে যোগাযোগ রাখছে৷ ডাক্তাররা যা বলবেন সেটাই করব আমরা৷ সব মেডিক্যাল ইস্যু ডাক্তারি টিমই দেখবে৷’