dhoni sourav news

মহানগর ওয়েবডেস্ক: পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কবে হবে আর মহেন্দ্র সিং ধোনি কবে মাঠে ফিরবেন, এই দুটি প্রশ্নের একটাই উত্তর – ‘ভগাই জানে’। সেই যে বিশ্বকাপ সেমিফাইনালের পর বাণপ্রস্থে গিয়েছেন মাহি, তারপর থেকে আর কোনও পাত্তা নেই তাঁর। আছে শুধু জল্পনা আর কল্পনা। আর সেই জল্পনার আগুনে আরও কিছুটা ঘি ঢেলে দিলেন নয়া বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ধোনি আগামী টি২০ বিশ্বকাপে খেলবেন কিনা জানতে চাইতেই দাদার স্পষ্ট জবাব, ওকেই জিজ্ঞাসা করুন।

রবিবার সৌরভের নেতৃত্বে ৮৮তম বার্ষিক সাধারণ সভা করে বিসিসিআই। সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মহারাজ। সেখানেই জনৈক সাংবাদিক তাঁকে ধোনির ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করেন। ধোনি আসন্ন টি২০ বিশ্বকাপে খেলবেন কিনা জানতে চাওয়া হয়। প্রশ্ন শুনেই সৌরভের তাৎক্ষনিক উত্তর,

‘ওকেই জিজ্ঞাসা করুন।’

প্রসঙ্গত, দিন কয়েক আগেই ধোনি প্রসঙ্গে জানতে চাওয়ায় জল্পনা বেশ উসকে দিয়েছিলেন প্রিন্স অফ ক্যালকাটা। দাদা বলেছিলেন,’ধোনির ভবিষ্যৎ নিয়ে কোনও ধোঁয়াশা নেই। তবে সেসব এখনই বলা যাবে না। সময় হলে সবাই সব জানতে পারবে।’

মহারাজ আরও জানান, ‘ধোনিকে নিয়ে বোর্ড আর নির্বাচকদের মধ্যে সমস্ত কিছু পরিষ্কার। ধোনি একজন চ্যাম্পিয়ন। ওকে নিয়ে যে কোনও সিদ্ধান্ত গোপন রাখাটাই স্রেয়। তবে এইটুকুই বলছি আমাদের মধ্যে কোনও ধোঁয়াশা নেই, সবাই সবটাই জানে।’

উল্লেখ্য, বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নেন ধোনি। তারপরেই জানান, আগামী দু’মাস ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ট্রেনিং নেবেন তিনি। অনুমতি দেয় সেনাও। ধোনি ভারতীয় টেরিটোরিয়াল আর্মির প্যারাসুট বিভাগের (১০৬ প্যারা টিএ ব্যাটেলিয়ন) সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল। ২০১১ সালে অভিনব বিন্দ্রা ও দীপক রাওয়ের সঙ্গে বিশ্বজয়ী ভারত অধিনায়ককে এই সম্মান দেয় ভারতীয় সেনা। ২০১৫ সালে পাঁচটি প্যারাসুট ট্রেনিং জাম্প করে একজন কোয়ালিফায়েড প্যারাট্রুপার হন এমএসডি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here