national news

মহানগর ওয়েবডেস্ক: গালওয়ানে চিনের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান৷ এই ঘটনার পর দেশবাসীর অধীর আগ্রহে অপেক্ষা করে ছিল চীনকে ঠিক কী কড়া বার্তা দেন নমো৷ তা শোনার৷ তবে চিনের নাম উল্লেখ না করেই তোপ দেগেছেন মোদী৷ মুখে কিছু না বললেও শুক্রবার হঠাৎই লাদাখের নিমুতে গিয়ে ভারতীয় সেনার জওয়ানদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী মোদী৷ ঝাঁঝালো বক্তৃতায় উদ্বুদ্ধ করেন জওয়ানদের৷

পাশাপাশি এক দিনের এই সফরে সিন্ধু নদে পুজো দিলেন নমো৷ এখন লাদাখে চলছে সিন্ধু দর্শন উত্সব৷ মূলত তিনদিনের উত্সব এটি৷ এই উত্সবে সিন্ধু নদীকে ঐক্য, শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।

সিন্ধুবক্ষে লাল ফুল ছড়িয়ে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ভক্তি ভরে প্রমাণ করতেও দেখা যায় তাঁকে৷

এদিন প্রধানমন্ত্রী গালওয়ান সংঘর্ষে আহতদের সঙ্গে দেখা করার জন্য সেনা জেনারেল হাসপাতালে যান। নিহত সৈন্যদের সম্মান জানাতে ওয়ার মেমোরিয়ালস হল অফ ফেমও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। শুক্রবার প্রধানমন্ত্রী চিনের নাম উল্লেখ না করেই এক হাত নেন৷ বলেন, “বিস্তারবাদের যুগ শেষ, এটি উন্নয়নের যুগ। ইতিহাস সাক্ষী রয়েছে যে বিস্তারবাদী শক্তিগুলি হয় হেরে গিয়েছে বা ফিরে যেতে বাধ্য হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here