national news

মহানগর ওয়েবডেস্ক: এদিন প্রয়াত হলেন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘ দু’বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন হিন্দি সিনে জগতের এই বিখ্যাত অভিনেতা। বলিউডের বিখ্যাত অভিনেতার মৃত্যুর খবরে শোকস্তব্ধ জগত থেকে রাজনৈতিক মহল। বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতা ঋষি কাপুরকে টুইটে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে শ্রদ্ধা জ্ঞাপন করে লেখেন, ‘বহুমুখী, প্রিয় এবং প্রাণবন্ত ছিলেন ঋষি কাপুর। বিশাল প্রতিভার অধিকারী ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়া হোক বা সামনা সামনি, আমাদের আলোচনা গুলো সব সময় মনে পড়বে। তিনি সিনেমা এবং ভারতের অগ্রগতি নিয়ে সবসময় ভেবেছেন। তাঁর মৃত্যুতে আমি শোকস্তব্ধ। তার পরিবার এবং ভক্তদের আমার সমবেদনা।’

এদিন মুম্বইয়ের হাসপাতালে জীবন যুদ্ধের লড়াই থেমে গেল ঋষি কাপুরের। ২০১৮ সালে ক্যান্সার ধরা পড়ার পর তিনি আমেরিকায় যান চিকিৎসার জন্য। সেখানে প্রায় এক বছর ধরে ক্যান্সারের চিকিৎসা করান ঋষি কাপুর। ২০১৯ সালেই আবারও মুম্বাই ফেরেন তিনি। কিন্তু বিগত কিছুদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ক্যান্সারের সঙ্গে সেই লড়াইয়ের ইতি হয়ে গেল আজ। বন্ধু ঋষির মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছেন বলিউডের অন্যতম সেরা অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি টুইট করে লিখেছেন, ‘ও চলে গিয়েছে, ঋষি চলে গিয়েছে। আমি ধ্বংস হয়ে গেছি’।

ঋষি কাপুরের মৃত্যুতে শোক জ্ঞাপন করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আইকনিক এবং প্রতিভাবান অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুতে আমি প্রচন্ড দুঃখিত এবং স্তম্ভিত। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা কমপক্ষে ১৫০ ছবিতে কাজ করেছেন। তার শারীরিক অসুস্থতার বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। তাঁর পরিবার, পরিজন এবং ভক্তদের আমার সমবেদনা জানাচ্ছি’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here