kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: উপত্যকা থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হয়েছে প্রায় দেড় মাস হয়ে গেছে৷ বিরোধীদের ভাবনায় অনেকটাই থিতিয়ে গেছে ৩৭০ জিগির৷ তবে মোদীর এই সিদ্ধান্তে যে যথেষ্ট খুশি বিদেশে থাকা কাশ্মীরি পণ্ডিতেরা৷ সেই ছবি অবশ্য গতকালই স্পষ্ট হয়েছে৷ তবুও হাউডি মোদীর মঞ্চ থেকে ৩৭০ অনুচ্ছেদ খারিজের প্রসঙ্গে তুলে সোজা ব্যাটে খেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এতদিন উপত্যকায় ৩৭০ ধারা বজায় থাকায় তার ফায়দা তুলত সন্ত্রাসবাদীরা৷ কিন্তু এখন তা আর সম্ভব নয়৷ ৩৭০ উঠে যাওয়ায় জম্মু-কাশ্মীর-লাদাখের মানুষ এ বার ভারতীয় সংবিধানপ্রদত্ত অধিকার ভোগ করতে পারবেন। পাশাপাশি বিরোধীদের চিন্তাভাবনা নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি মোদী৷ তিনি বলে, বর্তমান দেশ বদলাচ্ছে৷ যারা এতদিন ভেবে রেখেছিলেন কোনওকিছুই বদলানো যাবে না সেই প্রথা ভেঙে দিয়েছে মোদী সরকার৷ প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরই স্ট্যান্ডিং ওভেশন দেন অনাবাসী ভারতীয়রা৷

৩৭০ ধারা তুলে নেওয়া মোদী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন বিরোধীদের অনেকেই৷ স্বাগত জানিয়েছেন বিদেশবিভুঁইয়ে থাকা কাশ্মীরি পণ্ডিতরাও৷ রবিবারই হাউস্টনে পৌঁছনোর পর প্রধানমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দিয়েছিলেন মার্কিনমুলকে বসবাসকারী কাশ্মীরি পণ্ডিতদের একটি সংগঠন৷ সসেই স্মারকলিপির ছত্রে ছত্রে ছিল ঘরে ফেরার আর্জি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাদের ঘরে অর্থাত কাশ্মীরে ফেরানোর আশ্বাস দেন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here