ডেস্ক: বহুদিন আগেই বিহারকে মদ নিষিদ্ধ রাজ্য হিসাবে ঘোষণা করেছেন নীতীশ কুমার। এমনকি মদের বিরোধী অভিযান ব্যাপকভাবে বাড়াতে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করতেও তৎপর হয়েছে বিহার সরকার। কিন্তু বোতল বন্দি মদ যে সাধারণ মানুষের হাত ঘুরে একেবারে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে উঠেছে তা কে জানত? শনিবার বিহারের এক স্কুল থেকে কয়েক হাজার মদের বোতল উদ্ধার হওয়ায় উঠে আসছে নানান প্রশ্ন।
শনিবার বিহারের মধুবনি জেলার একাম্বা গ্রাম থেকে প্রচুর পরিমাণ মদের বোতল উদ্ধার করে পুলিশ। ঘটনার অভিযুক্ত সন্দেহে ইতিমধ্যেই ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ‘গোপন সূত্রে খবর পেয়ে বিহারের ওই স্কুলে গতরাতে অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রায় ৪ হাজার ৬৯১ টি বিলেতি মদভর্তি বোতল। একইসঙ্গে ঘটনায় অভিযুক্ত সন্দেহে ওই স্কুলের প্রধান শিক্ষক এম সাবির এবং পাচারকারী রাম মধীনকে গ্রেপ্তার করা হয়েছে।’ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।