নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া: সোমবার পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করার শেষ দিনেও এড়ানো গেল না অশান্তি। মল্লভূম বলে পরিচিত বাঁকুড়া জেলাতে এদিন সকালে বিজেপি পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল একদল দুষ্কৃতির বিরুদ্ধে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল ও ওই কার্যালয়ে থাকা চেয়ার-টেবিল। মারধর করা হয়েছে বিজেপির কয়েকজন নেতাকর্মীকেও। ঘটনায় আহত ওই চার জন বিজেপি নেতা-কর্মীকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেই অভিযোগ। বিজেপি পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ওই ঘটনা ঘটিয়েছে। বিজেপির প্রার্থীরা যাতে এদিন মনোনয়ন দাখিল করতে না যায় তার জন্য ভয় দেখাবার জন্যই এই হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে ঘাসফুল শিবিরের দিকে আঙুল তোলা হয়েছে। এদিন সকালে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার জন্য বিজেপি পার্টি অফিসে জমায়েত হয়েছিল বিজেপির কর্মী-সমর্থকরা, সেই সময় আচমকাই কয়েকশ দুষ্কৃতী পার্টি অফিসে ভাঙচুর চালায়। মারধর করা হয় মহিলা কর্মীদেরও। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। অন্যদিকে অভিযোগ ওঠে, বিরোধীদের মনোনয়ন ঠেকাতে সকাল থেকেই বাঁকুড়ার ওন্দা বিডিও অফিস চত্বর ঘিরে রেখেছে শাসক দল আশ্রিত দুষ্কৃতিদল। বিরোধীরা মনোনয়ন দিতে গেলেই তাদের বাধা দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে। আর সব কিছু দেখেও পুলিশ নীরব দর্শকের ভুমিকা পালন করছে এই দাবি তুলে ওন্দা থানা ঘেরাও করে রাখার পাশাপাশি ওন্দা থানার সামনে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মীরা।