kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: হাতে আর বেশি সময় নেই। ‘সাহো-র প্রমোশনে লেগে পড়েছেন প্রভাস-শ্রদ্ধা। দুই তারকাকে দেখা গিয়েছে একটি জনপ্রিয় শো’তে। যেখানে রবিনার সঙ্গে ‘টিপ টিপ বর্ষা পানি’-তে মজেছেন প্রভাস। সম্প্রতি ‘নাচ বালিয়ে’ শোয়ে ছবির প্রচারে এসেছিলেন প্রভাস এবং শ্রদ্ধা কাপুর। শো’তে আসা মাত্রই দর্শকদের উত্তেজনা বেড়ে যায়। জনপ্রিয় অভিনেতাকে সামনাসামনি দেখা মাত্রই আনন্দে ফেটে পড়লেন তারা। এই ডান্স রিয়্যালিটি শোয়ের বিচারক হলেন রবিনা ট্যান্ডন। এরপরই রবিনা এবং প্রভাসকে ‘টিপ টিপ বর্ষা’ গানটিতে নাচতে দেখা গিয়েছে। যদিও রবিনা পড়েছিলেন হলুদ শাড়ি, ঠিক যেমনটা ‘মোহরা’ ছবির ‘টিপ টিপ বর্ষা’ গানটিতে পড়েছিলেন। তবে কোনও অংশে কম যাননি প্রভাসও। অভিনেত্রীর সঙ্গে সমানতালে পা মিলিয়েছেন তিনি। তবে শুধু রবিনার গানেই নয় শোয়ের প্রযোজক সলমানের ‘কিক’ ছবির ‘জুম্মে কী রাত’ গানেও নেচেছেন দু’জনেই।

যদিও প্রভাসের সঙ্গে রবিনার সম্পর্ক খুব একটা পুরনো নয়। অভিনেতার ‘বাহুবলী’ ছবির ডিস্ট্রিবিউটার ছিলেন অভিনেত্রী স্বামী অনিল থাডানি। সেই সূত্রেই রবিনার সঙ্গে আলাপ হয়েছিল প্রভাসের। এমনকি অভিনেতা জানিয়েছেন, তিনি রবিনার বড় ভক্ত। এদিকে, রোহিত শেট্টির ‘সূর্যবংশী’ ছবিতে এই গানটিকে নতুন করে রিক্রিয়েট করা হয়েছে। ট্যুইটারে অক্ষয় এই বিষয়ের ঘোষণা করেন। পাশাপাশি রবিনা বলেন, ‘টিপ টিপ বর্ষা পানি’-কে আপনি অভদ্র বলতে পারবেন। গানটি সেই সময়ের হিট ছিল এবং এখনও আছে। অসাধারণ ভাবে কোরিওগ্রাফি করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here