Home Featured অলিম্পিক ২০২০: টোকিও পৌঁছেই সোনার লক্ষ্যে প্রস্তুতি শুরু প্রণতির

অলিম্পিক ২০২০: টোকিও পৌঁছেই সোনার লক্ষ্যে প্রস্তুতি শুরু প্রণতির

0
অলিম্পিক ২০২০: টোকিও পৌঁছেই সোনার লক্ষ্যে প্রস্তুতি শুরু প্রণতির
Parul

মহানগর ডেস্ক: ভারতের প্রথম পর্বের অলিম্পিক খেলোয়াড়রা জাপানে গিয়ে পৌঁছেছেন। সেই দলেরই অংশ বাংলা থেকে এবারের জিমনাস্টিকে অংশগ্রহণকারী প্রতিযোগী প্রণতি নায়েক। আর জাপান পৌঁছেই অলিম্পিক ভিলেজে নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রণতি।

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া টুইটারে প্রণতির ছবি পোস্ট করে। ছবিতে দেখা যাচ্ছে জিমনাস্টিকের ব্যালেন্স বিমের ওপর ভর দিয়ে আছেন পশ্চিম মেদিনীপুরের পিংলার এই খেলোয়াড়। আর সেই বিমে লেখা আছে টোকিও ২০২০। তাঁর কোচ লক্ষণ মনোহর শর্মার সঙ্গেও তাঁর একটি ছবি পোস্ট করা হয়েছে। বোঝাই যাচ্ছে কোনো সময় ব্যয় না করেই অলিম্পিকে পদকের লক্ষ্যে নেমে পড়েছেন প্রণতি।

প্রণতি অলিম্পিকে অনেকটা দেরিতে যোগ্যতা অর্জন করতে সক্ষম হন। মে মাসে এই ২৬ বর্ষীয় ক্রীড়াবিদ শ্রীলঙ্কার এলিপটিয়া গেহানিকে প্রতিস্থাপন করে টোকিওতে খেলার টিকিট পান। ২০১৯ শের এশিয়ান চ্যাম্পিয়নশিপে তিনি ব্রোঞ্জ মেডেল পান। টোকিও যাওয়ার পূর্বে প্রণতি কঠোর অনুশীলন করেছেন ইন্দিরা গান্ধী ইন্দুর স্টেডিয়ামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here