নিজস্ব প্রতিবেদক, নবদ্বীপ: স্টেশনের মধ্যে রয়েছে বহু বছরের মূল্যবান গাছ। আর দিনের পর দিন তা কেটে রাতের অন্ধকারে চোরা চালান করা হচ্ছে। আর এর পেছনে হাত রয়েছে রেল কর্তৃপক্ষের। এই অভিযোগ তুলেই বৃহস্পতিবার নদীয়ার নবদ্বীপ রেল স্টেশনে আন্দোলনে নামেন এক পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা।
অভিযোগ, বিভিন্ন বিরল প্রজাতির গাছ স্টেশন চত্বরে রয়েছে এবং শোভাবর্ধন করে। স্টেশন বাড়ানোর নামে কাটা হচ্ছে একের পর এক গাছ। আর নিজেদের মুনাফার জন্য রাতের অন্ধকারে তা চালান করা হচ্ছে। জড়িত রয়েছে কোন চক্র এবং এর পেছনে রেল কর্তৃপক্ষের চক্রান্ত রয়েছে বলে তাদের দাবি। তাদের অভিযোগ, এ বিষয়ে রেলের উচ্চপদস্থ আধিকারিকদের বারবার জানিয়েও কোনো ফল হয়নি। যেখানে পরিবেশের ওপর সারা পৃথিবীজুড়ে গুরুত্ব দেওয়া হচ্ছে সেখানে নবদ্বীপ ধাম রেলস্টেশনের উপর এরকম ভাবে বৃক্ষ নিধনকে কেন্দ্র করে স্থানীয় জনমানসে বিরূপ প্রভাব সৃষ্টি করছে।