ডেস্ক: পেট্রোল ডিজেলের দাম আকাশ ছুঁলেও, মধ্যবিত্তের পকেটকে সামান্য স্বস্তি দিল কেন্দ্র। দাম কমল রান্নার গ্যাসের। মঙ্গলবার রাষ্ট্রয়াত্ত তেল কোম্পানি গুলি জানায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু কমিয়ে করা হচ্ছে ৩৫.৫০ টাকা।
এর আগে ১ মার্চ ভর্তুকিযুক্ত ও ভর্তুকিহীন দুই ক্ষেত্রেই রান্নার গ্যাসের দাম কমিয়েছিল সরকার। এবারও কমল দাম তবে শুধুমাত্র ভর্তুকিহীনদের জন্য। নতুন দাম অনুযায়ী ১৪.২ কেজির একটি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতায় পড়বে ৬৭৬ টাকা। দিল্লিতে এর দাম হবে ৬৫৩ টাকা, চেন্নাইতে যথাক্রমে দাম হবে ৬৬৩.৫০ টাকা। অন্যদিকে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম থাকবে কলকাতায় ৪৯৪.৩৩ টাকা।
উল্লেখ্য, এর আগে ১ মার্চ ভর্তুকিযুক্ত ও ভর্তুকিহীন দুই ক্ষেত্রেই রান্নার গ্যাসের দাম কমায় সরকার। ৪৫.৫০ টাকা দাম কমিয়ে ভর্তুকিযুক্ত রানার গ্যাসের দাম হয় ৭১১.৫০ টাকা। দিল্লি, মুম্বই, এবং চেন্নাইতে দাম কমে যথাক্রমে হয় ৬৮৯ টাকা, ৬১১ টাকা, এবং চেন্নাইতে ৬৯৯.৫০ টাকা। অন্যদিকে, পেট্রোল ডিজেলের দাম ব্যাপক বাড়ায় কেন্দ্র। পেট্রোল ডিজেলের বর্তমান দাম কলকাতায় যথাক্রমে ৭৬.৬৬ টাকা ও ৬৭.৫১ টাকা।