kolkata bengalo news

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: নিমতা কাণ্ডে খুনের কথা স্বীকার করে নিল প্রিন্স। রাতভর বেলঘরিয়া থানায় টানা পুলিশি জেরায় ভেঙে পড়েই এই স্বীকারোক্তি। নিজের প্রাক্তনের সঙ্গে দেবাঞ্জনের সম্পর্ক মেনে নিতে না পেরেই খুনের সিদ্ধান্ত নিয়েছিল প্রিন্স।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই দিন মাত্র ২ ঘণ্টাতেই খুনের পরিকল্পনা করেছিল প্রিন্স। তারপরেই বন্ধুর কাছ থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে নিজের কাছে রাখে। পার্টির পর দেবাঞ্জন আর তার বান্ধবী তৃষার পিছু নেয় সে। বান্ধবীকে বাড়ি ছেড়ে আসার পথে দেবাঞ্জনের আটকায় প্রিন্স। সেখনেই তাদের বচসা বাধে। আর এর পরেই গুলি করা হয়। এও জানা গিয়েছে, খুনের পরে নবমী থেকে একাদশী পর্যন্ত বন্ধু বিশালের ফ্ল্যাটে আত্মগোপন করেছিল মূলচক্রী। আর তারপরেই বিপদ বুঝে নিজের চুলের কাট বদলে ফেলে। এমনকি চশমা পরা পর্যন্ত ছেড়ে দেয় প্রিন্স ওরফে পিটার। তারপর ফের আত্মগোপন করে বজবজে মাসির বাড়িতে। সেখান থেকেই শনিবার গ্রেফ্রতার করা হয়েছে তাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here