kolkata bengali news

ডেস্ক: কিছুক্ষণ পরেই আসন্ন লোকসভা নির্বাচনের জন্য আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে সিপিএম। কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে একটা জল্পনা রয়েছেই, সেই প্রেক্ষিতে বামফ্রন্টের ২৫টি আসনে প্রার্থী নিয়ে চর্চা চলছে। তবে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার আগেই দেখে নেওয়া যাক কোথায় কে প্রার্থী হতে পারেন।

বামফ্রন্টের সম্ভাব্য প্রার্থী তালিকা:

১. কোচবিহার (তফ)- গোবিন্দ রায় এআইএফবি

২. আলিুপুরদুয়ার (আদিবাসী)- মিলি ওঁরাও আরএসপি

৩. জলপাইগুড়ি (তফ)- ভগীরথ রায় সিপিআই(এম)

৪. রায়গঞ্জ- মহম্মদ সেলিম সিপিআই(এম)

৫. বালুরঘাট- রণেন বর্মন আরএসপি

৬. মুর্শিদাবাদ- বদরুদ্দোজা খান সিপিআই(এম)

৭. রানাঘাট (তফ)- রমা বিশ্বাস সিপিআই(এম)

৮. বনগাঁ (তফ)- অলোকেশ দাস সিপিআই(এম)

৯. দমদম- নেপালদেব ভট্টাচার্য সিপিআই(এম)

১০. বারাসত- হরিপদ বিশ্বাস এআইএফবি

১১. বসিরহাট- পল্লব সেনগুপ্ত সিপিআই

১২. জয়নগর- সুভাষ নষ্কর আরএসপি

১৩. ডায়মন্ডহারবার- ডা. ফুয়াদ হালিম সিপিআই(এম)

১৪. যাদবপুর- বিকাশরঞ্জন ভট্টাচার্য সিপিআই(এম)

১৫. কলকাতা দক্ষিণ- নন্দিনী মুখার্জি সিপিআই(এম)

১৬. উলুবেড়িয়া- মকসুদা খাতুন সিপিআই(এম)

১৭. হুগলী- প্রদীপ সাহা সিপিআই(এম)

১৮. আরামবাগ (তফ)- শক্তিমোহন মালিক সিপিআই(এম)

১৯. ঘাটাল- তপন গাঙ্গুলি সিপিআই

২০. মেদিনীপুর- বিপ্লব ভট্ট সিপিআই

২১. পুরুলিয়া- বীরসিং মাহাতো এআইএফবি

২২. বিষ্ণুপুর (তফ)- সুনীল খাঁ সিপিআই(এম)

২৩. বর্ধমান পূর্ব (তফ)- ঈশ্বরচন্দ্র দাস সিপিআই(এম)

২৪. বর্ধমান দুর্গাপুর- আভাস রায়চৌধুরী সিপিআই(এম)

২৫. বীরভূম- ডা. রেজাউল করিম

উল্লেখ্য, রায়গঞ্জ ও মুর্শিদাবাদ দুটি আসনই গতবার জিতেছিল সিপিএম। ওই আসনে জয়ীদের ফের প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগেই। দার্জিলিঙে বাম-কংগ্রেস সমঝোতার ভিত্তিতে নিরপেক্ষ প্রার্থী দাঁড় করানো হবে জানা যাচ্ছে। আসানসোল, উত্তর কলকাতা ও শ্রীরামপুর ছাড়া হয়েছে কংগ্রেসকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here