prem tem
গত ১২ই ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ছবি 'প্রেম-টেম'।

মহানগর ডেস্ক: একে ফাগুনের শুরু, চারিদিকে বসন্তের এলোমেলো হাওয়া। আর সেই প্রেম মাখা একটা সন্ধ্যেতেই প্রেম দিবসের দিন ‘প্রেম টেম’ সিনেমার প্রচারে পুরুলিয়ার এস ভি এফ সিনেমা হলে হাজির নায়ক সৌম্য মুখার্জী এবং নায়িকা সুস্মিতা চ্যাটার্জি। পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ভিন্ন স্বাদের প্রেমের গল্প নিয়ে ‘প্রেম-টেম’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ১২ ই ফেব্রুয়ারি।

prem
নিজেকে ভালবাসার গল্প বলবে এই ছবি।

প্রেম দিবসের দিনে সিনেমার প্রচারে এসে ‘প্রেম-টেমে’র গোটা টিম জানাল আজকের দিনে কলকাতার বেশ কয়েকটি সিনেমা হল পুরো হাউসফুল!  সিনেমার গল্প প্রসঙ্গে অনিন্দ্য চট্টোপাধ্যায় একটাই বার্তা দিলেন শর্তহীন ভালবাসার কথা। কোনও শর্ত না রেখে  ভালবাসতে শিখতে আর নিজেকে ভালোবাসার গল্পই আছে এই ছবিতে।

পুরুলিয়ার এস ভি এফ সিনেমা হলে এসে দর্শকদের উন্মাদনা দেখে আনন্দের জোয়ারে ভাসলেন এই ছবির নায়ক নায়িকা। বাংলা সিনেমা জগতে নবাগত নায়ক এবং নবাগতা নায়িকা জানালেন তাঁরা প্রথম এই সিনেমায় কাজ করতে পেরে ভীষণ খুশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here