news bengali

আরাত্রিকা দে: ২০১৩ সালের ৩০ মে। কোনও আগাম সতর্কবার্তা না দিয়েই আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিশ্ববরেণ্য পরিচালক ঋতুপর্ণ ঘোষ। আজ ঠিক সাত বছর পর সেই দিনটিতেই পরিচালকের উদ্দেশে সোশ্যাল মিডিয়াতে খোলা চিঠি লিখলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একান্তই ব্যক্তিগত সম্পর্ক সম্পর্ক ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণ ঘোষের। শুধুমাত্র পরিচালকের সঙ্গে অভিনেতার সম্পর্ক নয় বন্ধুত্বের সম্পর্ক ছিল দুই তারকার মধ্যে।

প্রসেনজিৎ লিখেছেন, ‘ আজ ৭ বছর হয়ে গেলো তুই আমাদের ছেড়ে চলে গেছিস। আজও প্রত্যেক মুহূর্তে মনে পড়ে তোকে। কত স্মৃতি, কত না বলা অভিমান, কত অসম্পূর্ণ কাজ। তোর হাত ধরেই তো মানুষ আমায় নতুন করে চিনল। তুই তো আমার অনিয়মের ঋতু, নিয়মের ঋতু…যেখানে থাকিস ভালো থাকিস বন্ধু।”

২০১৩, ৩০ মে’র এক দুপুরেই অকাল প্রয়াণ হয় স্বনামধন্য পরিচালক ঋতুপর্ণ ঘোষের। তার মৃত্যুতে বিপুল ক্ষতি হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রির এমনটাই এখনও মনে করেন বিশেষজ্ঞরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here