kolkata bengali news

নিজস্ব প্রতিবেদক, উত্তর দিনাজপুর: এবার রাজস্থানের ‘শিস মহল’ দেখা যাবে উত্তর দিনাজপুরে। আর সেখান থেকেই ফের পাড়ি দেবে চন্দ্রযান-২ ‘বিক্রম’। আশ্চর্য হচ্ছেন? না, অবাক হওয়ার কিছু নেই। পুজোয় এমনটাই থিম করতে চলেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে।

পুজোর ছুটিতে পায়ে পায়ে রাজস্থানের ঐতিহাসিক প্রেক্ষাপটে আপনাকে নিয়ে যাবে ‘আদর্শ সংঘ’। সেখানে গিয়ে সপরিবারে শিস মহল ঘুরে দেখার আনন্দ উপভোগ করতে পারেন অনেকেই। এমনই ভাবনা নিয়ে এবং বৈচিত্র্যকে সঙ্গে রেখে এবারের পুজো মাতাতে চলেছে এই পুজো কমিটি। এ বছর নতুন চমক দর্শকদের জন্য। এবারে এই প্রাঙ্গণে রাজস্থানের শিস মহলকে তুলে ধরা হচ্ছে। শিস মহলের সামনে এক স্বচ্ছ সরোবর থাকবে আর সেখানেই জলে ভেসে উঠবে ওই শিস মহলের ছবি। যে সৌন্দর্য উপভোগ করবেন এই শহরের মানুষজন। এর পাশেই দেখা যাবে চন্দ্রাভিযানের দৃশ্যাবলী। এ বছর তাদের পুজো ৫৬ তম বর্ষে পদার্পন করেছে। এবারের প্রতিমা তৈরি হচ্ছে কাঁচ দিয়ে এবং সে প্রতিমা যৌথভাবে তৈরি করছে শিলিগুড়ির মাটিগাড়া এবং গঙ্গারামপুরের শিল্পীরা। পাশাপাশি সুদূর দক্ষিণবঙ্গের নবদ্বীপ থেকে এসে অত্যাধুনিক পূজা মণ্ডপের কারুকার্যে প্রায় দুই মাস আগে হাত লাগিয়েছেন সেখানকার শিল্পীরা।

পুজো কমিটির পক্ষে অন্যতম কর্মকর্তা তীর্থঙ্কর কুন্ডু জানান, বেশ কয়েক বছর ধরে তারা সেরা সম্মান পাচ্ছেন। সেই বিষয়টিকে ধরে রাখতেই তাদের থাকছে নতুন নতুন ভাবনা এবং সেই ভাবনার প্রতিফলন। এবারও কোনো দিক থেকেই ব্যাতিক্রম নয় তাদের এই পুজো। মহালয়ার দিন থেকেই শুরু হবে পুজোর বিভিন্ন কর্মসূচী। ওই দিন সকালে মহিলা ব্রিগেডের উদ্যোগে আগমনী উৎসবে শহর মাতবে। শহরের বিভিন্ন এলাকায় একই রকম পোশাক পরিহিতা মহিলাদের শোভাযাত্রা ফি বছর দৃষ্টিনন্দন হয়ে ওঠে। সেখানে অবশ্য শামিল হন ক্লাবের অন্যান্য কর্মকর্তারাও। এছাড়াও প্রতিবছর শতাধিক মানুষকে বস্ত্র দান করা হয়।এবারও তা থাকছে। পুজোর দিনগুলিতে থাকে সাংস্কৃতিক কর্মসূচি ,সাহিত্যের আড্ডা এবং অন্যান্য অনুষ্ঠান। সব মিলিয়ে জমজমাট হতে চলেছে এবারের আদর্শ সংঘের পুজো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here