নিজস্ব প্রতিবেদক, কোচবিহার: গুড ফ্রাইডের পবিত্র দিনেই সাত সকালে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেল পুন্ডিবাড়ি বাজারের প্রায় ৪০ টি দোকান। এদিন সকাল ছটা নাগাদ আগুনের শিক্ষা দেখে ব্যবসায়ীরাই দমকলকে দেন। প্রথমে কোচবিহার থেকে দমকলের দুটি ইঞ্জিন এলেও আগুনের ভয়াভহতায় আলিপুরদুয়ার ও ফালাকাটা থেকে দমকলের আরো তিনটি ইঞ্জি্ন আসে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এর আগেও গত ২২ জানুয়ারি একই ভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় সম সংখ্যক দোকান। আগুন লাগার পর এদিন বাজার পরিদর্শনে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ। তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
এর আগের আগুনের পর ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের স্টল নির্মানের জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর । এবারেও সেই রকম কিছু করা যায় কিনা সেই নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এদিন পুন্ডিবাড়ি বাজারের পরিকাঠামো গত সমস্যার কথা তুলে ধরেন ব্যাবসায়ীরা। রবিবাবু বলেন ইতিমধ্যেই বাজারের পরিকাঠামো উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করেছে তাঁর দফতর। সবদিক বিবেচনা করে প্রয়োজনে বরাদ্দ বৃদ্ধি করা যায় কিনা তা তিনি আলোচনা করা হবে বলে মন্ত্রী জানান। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, গত কাল ঝড় বৃষ্টির জন্য বিদ্যুৎ ছিল না। আজ সকালে বিদ্যুৎ এলে শক সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। পুন্ডিবাড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক রবিরঞ্জন ভাদুড়ি বলেন কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে এই অগ্নিকান্ডের ঘটনায়। দমকল সঠিক সময়ে এলেও বাজারের ঘিঞ্জি পরিবেশের জন্য ভেতর ঢুকতে পারেনি ফলে আগুন নেভানোর কাজে দেরি হয়।
“