kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: চায়না ওপেনের পর কোরিয়া ওপেনেও হতাশ করলেন সিন্ধু। কোরিয়া ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন বর্তমান বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন। তিন গেমের লড়াইয়ে সিন্ধু হারলেন বিশ্বের ১১ নম্বর আমেরিকান শাটলার বেইওয়েন ঝাংয়ের কাছে।

ম্যাচের প্রথম গেম ২১-৭ ব্যবধানে খুব সহজেই জিতে নেন ভারতীয় শটলার। কিন্তু দ্বিতীয় গেমে লড়াই করে ২৪-২২ ব্যবধানে হারেন। এরপর তৃতীয় গেম ২১-১৫ ব্যবধানে জিতে নেন আমেরিকান বেইওয়েন।

অন্যদিকে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল জয়ী ভারতীয় শাটলার সাই প্রনীথও কোরিয়া ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন। ডেনমার্কের অ্যান্ডার্স অ্যান্টনসেনের বিরুদ্ধে ম্যাচ খেলার সময় চোট পান তিনি। সেই কারণে রিটায়ার্ড হার্ট হতে হয় তাঁকে।

ওই ম্যাচে প্রথম গেমটি ৯-২১ ব্যবধানে হারেন প্রনীথ। এরপর দ্বিতীয় গেমে ৭-১১ ব্যবধানে পিছিয়ে থাকার সময় চোটের জন্য ম্যাচ ছেড়ে দেন তিনি। এরফলে অ্যান্ডার্স অ্যান্টনসেন শেষ ১৬-য় চলে গেলেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here