kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়নশিপের দুরন্ত ফর্ম চায়না ওপেনেও ধরে রাখলেন ভারতীয় তারকা পিভি সিন্ধু। বুধবার বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা চিনেরই লি জু রুইকে স্ট্রেট গেমে হারিয়ে শেষ ষোলোয় উঠলেন সিন্ধু। খেলার ফল ২১-১৮, ২১-১২।

এদিন শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন সিন্ধু। অবশ্য প্রথম গেমে প্রায় সমান সমানেই লড়ছিলেন লি জুও। কিন্তু সিন্ধুর দুর্দান্ত সব স্মাশের উত্তর ছিল না তাঁর কাছে। দ্বিতীয় গেমে অবশ্য প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি সিন্ধু। শুরুতে একটু পিছিয়ে পড়লেও পরপর পয়েন্ট তুলে নিয়ে দ্বিতীয় গেম ও ম্যাচ জিতে নেন সিন্ধু।

সিন্ধু জিতলেও, তাঁর আগে খেলতে নেমে প্রথম রাউন্ডেই হেরে যান সাইনা নেহওয়াল। থাইল্যান্ডের বুসানান অংবামরুংফানের কাছে স্ট্রেট গেমে হারেন তিনি। মাত্র ৪৪ মিনিটের ম্যাচের ফলাফল ১০-২১, ১৭-২১।

অন্যদিকে, ছেলেদের সিঙ্গলসে জয় পেয়েছেন সাই প্রনীথও। ৭২ মিনিটের দীর্ঘ ম্যাচে লড়ে হারান থাইল্যান্ডের সুপ্পান্যু আভিহিংসাননকে। খেলার ফলাফল ২১-১৯, ২৩-২১, ২১-১৪।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here