মহানগর ওয়েবডেস্ক: এক গোল হোক কি পাঁচ, গোলের সংখ্যা নয়, আজ মহামেডানের বিরুদ্ধে সবার আগে তিন পয়েন্ট চান। মিনি ডার্বির আগে শেষ প্র্যাক্টিসে এসে এমনটাই জানিয়ে গেলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেহান্দ্রো মেনেন্দেজ গার্সিয়া। আজকের ম্যাচ কার্যত সেমিফাইনাল ইস্টবেঙ্গলের কাছে। আজ পয়েন্ট খোয়ালেই লিগ জয়ের আশায় ইতি। তাই গোলের ব্যবধান নয়, আগে তিন পয়েন্ট নিশ্চিত করাতেই পাখির চোখ আলেহান্দ্রোর।
এমনিতে কলকাতা লিগকে প্রি-সিজন হিসেবে মনে করেন আলেহান্দ্রো। সেই জন্য এতদিন ম্যাচের আগের দিন প্র্যাক্টিস করাতেন না দলকে। বদলে জিমিং সেশন ও ভিডিও ক্লাস করাতেন ডিডিকা, কোলাডোদের। কিন্তু প্রায় দেড় বছর হতে চলল তাঁর দায়িত্ব নেওয়ার, অথচ ইস্টবেঙ্গলের তাঁবুতে কোনও ট্রফি ঢোকেনি। তাই কলকাতা লিগ জয়ের সুযোগ আসতেই একেবারে সিরিয়াস মোডে লাল-হলুদ কোচ। সাইয়ের মাঠে বৃষ্টিভেজা দিনে অনুশীলন শেষে জানালেন,
‘আমাদের কাছে মহামেডান ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। আমার লক্ষ্য তিন পয়েন্ট। আমার দল ঠিকভাবেই একদিন খেলেছে বলে মনে করি। মহামেডান ম্যাচেও সেরাটাই দেবে সকলে।’
বিপক্ষ মহামেডান পরপর দুই ম্যাচে মোহনবাগান ও পিয়ারলেস বধ করেছে। বিপক্ষ নিয়ে আলেহান্দ্রোর মত, ‘মহামেডান ভাল দল। ওদের স্ট্রাইকাররা গোল পাচ্ছে। ভাল ফুটবল খেলেছে। কিন্তু আমার দল এবার লিগে সবচেয়ে কম গোল খেয়েছে। দলের তরুণ খেলোয়াড়রা খারাপ মাঠেও ভাল ফুটবল উপহার দিয়েছে। ফলে লড়াই বেশ ভালই হবে।’
এই মুহূর্তে লিগ টেবিলে একই পয়েন্টে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ও পিয়ারলেস। কিন্তু জহর দাসের দল গোল পার্থক্যে বেশ খানিকটা এগিয়ে। ফলে ইস্টবেঙ্গলকেও বাকি দুই ম্যাচে গোল পার্থক্য বাড়াতে হবে।
‘আমরা কত গোলে জিতলাম সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি আগে তিন পয়েন্ট চাই। মোট কথা মহামেডানের থেকে অন্তত একগোলে আমাদের জিততেই হবে’, বলেন আলেহান্দ্রো।