মহানগর ওয়েবডেস্ক: প্রায় বছর দুয়েক হতে চলল যখন জাতীয় দলের হয়ে কোনও টেস্ট শতরান করেছিলেন রাহানে। তারপর থেকে লাগাতার ব্যর্থ। কিন্তু বৃহস্পতিবার অ্যান্টিগায় উইন্ডিজ বাহিনীর বিরুদ্ধে যখন গোটা ভারতীয় ব্যাটিং লাইন আপ মুখ থুবড়ে পড়েছিল, তখন প্রায় একা কুম্ভ হয়ে রোচ, গ্যাব্রিয়েলদের বাউন্সার সামলে যান রাহানে। খেলেন ৮১ রানের মূল্যবান ইনিংস।
রাহানে যখন ক্রিজে নামেন তখন ভারত ২৫ রানে ৩ উইকেট হারিয়ে প্রায় আইসিইউতে। সেখান থেকে দলকে মোটামুটি ভদ্রস্থ জায়গায় নিয়ে আসেন রাহানে। কিন্তু ভাগ্যের ফেরে শতরান থেকে মাত্র ১৯ রান দূরে গ্যাব্রিয়েলের বল ভেঙে দেয় তাঁর উইকেট। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করার পর আর কোনও সেঞ্চুরি নেই। এই ইনিংসে সেঞ্চুরির এত কাছে এসেও হল না। স্বাভাবতই দিনের শেষে যাবতীয় প্রশ্ন তাঁকে ঘিরেই।
ম্যাচের পর প্রেস কনফারেন্সে এসে রাহানে বলেন,
‘আমি জানতাম এই সেঞ্চুরি মিস করা নিয়ে সকলে প্রশ্ন করবে। কিন্তু সত্যি কথা বলতে ক্রিজে থাকাকালীন আমি শুধু দলের কথাই ভাবি। আমি স্বার্থপর নই। এই সেঞ্চুরি মিস করা নিয়ে আমি একেবারেই চিন্তিত নই। দলের দরকারে ৮১ রান কাজে এসেছে এটাই আসল।’
উইন্ডিজ সফরে আসার আগের প্রায় দুমাস ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছিলেন রাহানে। সেখানেই ধীরে ধীরে নিজের হারিয়ে যাওয়া ছন্দ খুঁজে পেয়েছিলেন এই মুম্বইকর। এই নিয়ে প্রশ্ন করা হলে অজিঙ্কা বলেন,
‘কাউন্টি ক্রিকেট খেলাটা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। আমি যখনই জানতে পারি বিশ্বকাপ দলে আমায় রাখা হয়নি, তখনই ঠিক করি কাউন্টি ক্রিকেট খেলব। ওই দু’মাস আমি বাড়িতে বসে থাকার বদলে পুরোপুরি কাজে লাগাতে চেয়েছিলাম। কাউন্টিতে আমি সাতটি ম্যাচ খেলেছি। এর ফলে আমার ব্যাটিংয়ে কতটা উন্নতি হয়েছে সেটা এখনই বলা সম্ভব নয়, কিন্তু আমার খুব ভাল প্র্যাকটিস হয়েছে।’