news bengali f

মহানগর ওয়েবডেস্ক: প্রায় ৫০০ বছরের দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটিয়ে অবশেষে রামলালার মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে অযোধ্যায়। মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপামর দেশবাসী যখন উৎসবের আনন্দে, ঠিক তখনই ভগবান রামকে কেন্দ্র করে এক টুইট করে বসলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। টুইটে তিনি লেখেন, ‘পুরুষোত্তম ভগবান রাম সর্বদা আবির্ভূত হয় প্রেমে। ঘৃণার ভয়াবহতায় সে কখনো আবির্ভূত হয় না।’

বুধবার সকাল থেকে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে অযোধ্যায়। সাত সকালে সেখানে উপস্থিত হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দির প্রস্তুতির শুরুতে যখন উৎসব মুখর হয়ে উঠেছে অযোধ্যা সহ গোটা দেশ। ঠিক তখনই টুইট করে বসলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রামকে উদ্দেশ্য করে টুইটে তিনি লেখেন, ‘মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রাম অন্দরে অবস্থিত সর্বোত্তম গুণাবলীর স্বরূপ। আমাদের হৃদয়ের অভ্যন্তরে অবস্থিত মানবতার মূল ভাবনা তিনি। রাম হলেন প্রেম ঘৃণার অন্ধকারে তিনি কখনো প্রকট হন না। রাম হলেন করুণা, ক্রঢ়তায় কখনও তার আবির্ভাব ঘটে না। রাম হলেন ন্যায়, অন্যায়ের সম্মুখে হাজির হতে পারেন না তিনি।’

তবে শুধু রাহুল গান্ধী নন গত মঙ্গলবার রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রসঙ্গে টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, ‘ভগবান রাম সবার এবং সকলের মধ্যে তিনি অধিষ্ঠিত। ফলে ৫ আগস্ট অযোধ্যায় যে রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠান হচ্ছে রাষ্ট্রীয় একতা বহুত্ব ও সাংস্কৃতিক সমাগমের কার্যক্রম হওয়া উচিত।’ প্রসঙ্গত, বুধবার রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষে উৎসবের আনন্দে মেতেছে উত্তরপ্রদেশ সহ গোটা দেশ। এদিন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এই বিশাল মহাযজ্ঞ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here