kolkata bengali news, rahul roy

মহানগর ওয়েবডেস্ক: এমন কোনও মানুষ নেই, যিনি করিনা কাপুর খানকে পছন্দ করেন না। অভিনেত্রীর অগণিত ভক্তদের পাশাপাশি তাঁকে ভালোবাসার মানুষের সংখ্যাও অনেক। কিছুদিন আগে এক সাক্ষাতকারে করিনা জানান, ‘আমার জীবনে প্রথম ক্রাশ ছিলেন রাহুল রায়। তাঁর জন্যই আটবার ‘আশিকি’ ছবি দেখেছি।’ এমনকি অভিনেত্রী রাহুল রায়কে পছন্দও করতেন বলে জানান। তবে এই কথাটা করিনার দিদি করিশ্মা ৯০ দশকের একটি জনপ্রিয় শো’তে এসে জানিয়ে ছিলেন। তিনি বলেছেন, রাহুল রায়কে করিনা ভীষণ পছন্দ করতেন। এমনকি সেই সময় করিনা রাহুল রায়ের পোস্টারও বাড়িতে আনেন। তবে এবার করিনার মন্তব্যের প্রেক্ষিতে ‘আশিকি’ বয় রাহুল রায় বললেন, ‘আমি নির্বাক হয়ে গেলাম।’

সোশ্যাল মিডিয়ায় রাহুল করিনার আর্টিকেলের পরিপ্রেক্ষিতে একটি লেখা পোস্ট করেন। তিনি লেখেন, ‘আমার বলার কোনও ভাষা নেই,’ সঙ্গে একটি ইমোজিও শেয়ার করলেন অভিনেতা। তিনি বলেন, ‘শুধু করিনাই নন, ‘আশিকি’-র সময় থেকে অনেকেই আমাকে পছন্দ করতেন এবং ক্রাশের সংখ্যাও অনেক ছিল। এমনকি অনেক তরুণীরাও আমার প্রেমে পড়েছেন। আমাকে তাঁরা ভালোবাসতেন।’ কিছুদিন আগেই ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর সেটে করিনা নিজের ছোটবেলার অনেক স্মৃতি সবার সঙ্গে শেয়ার করেন। আর সেই শো’তেই তিনি জানালেন, ‘আমার প্রিয় ছবিগুলোর মধ্যে থেকে একজন আমার ক্রাশ ছিলেন। এমনকি আমি ৮ বার প্রেক্ষাগৃহে তাঁর ছবি দেখতে গিয়েছিলাম। তিনি হলেন রাহুল রায়। এই ছবিটি সেই সময়কার সবথেকে বড় হিট ছিল। সবাই তাঁর প্রেমে পড়েছিলেন। আমিও তাদের মধ্যে একজন ছিলাম।’

এটা প্রত্যেকেরই জানা, ৯০ দশকের মহেশ ভাটের অন্যতম জনপ্রিয় ছবি ‘আশিকি’ দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন রাহুল রায়। বিপরীতে ছিলেন অনু আগরওয়াল। সাপোর্টিং চরিত্রে দেখা গিয়েছিল দীপক তিজোরিকে। তবে এই ছবির পেছনে রয়েছেও একটি গল্প। অনেকেরই অজানা যে ‘আশিকি’ ছবিতে ব্যবহৃত গানগুলি শুধুমাত্র গানের ভিডিয়োর জন্যই করা হয়েছিল। এরপর গীতিকার সামির এবং পরিচালক মহেশ ভাট, প্রযোজক গুলশান কুমারের বাড়িতে যান এবং গানগুলোকে ছবিতে দেওয়ার জন্য অনুরোধ জানান। তবে প্রযোজকের একটা শর্ত ছিল এই গানগুলোকে নিয়ে ছবি বানাতে হবে। এরপর মহেশ ভাট মাত্র ২ দিনেই ছবির চিত্রানাট্য লিখে ফেললেন এবং ছবির কলাকুশলীদের ঠিক করেও ফেলা হয়। আর এভাবেই ৯০-এর হিট ‘আশিকি’ আজও দর্শকদের মনে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here