ডেস্ক: কাঠুয়া ও উন্নাও ধর্ষণের ঘটনায় সাড়া পড়েছে গোটা দেশে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরাও। কাঠুয়া ও উন্নাও ধর্ষণের প্রতিবাদে এবার দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল স্টেশন রেল অবরোধ করেন স্থানীয় মানুষজন। এই ঘটনার জেরে চরম দুর্ভোগে পড়েন নিত্য যাত্রীরা।
এদিন সকাল ৭ টা নাগাদ রেল অবরোধে নামেন স্থানীয়রা। ঘটনার জেরে লোকাল ট্রেনতো বটেই বন্ধ হয়ে যায় আপ ও ডাউনে দুরপাল্লার একাধিক ট্রেন। অবরোধের জেরে হাওড়া খড়গপুরের মাঝে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেনগুলি। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত রেল অবরোধ চলছে। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর রেল আধিকারিক ও আরপিএফ জওয়ানদের চেষ্টার পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, কাঠুয়া ও উন্নাও ধর্ষণের ঘটনায় উত্তাল গোটা দেশ। এই ঘটনার প্রতিবাদে মোমবাতি মিছিল করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। গোটা দেশের সঙ্গে প্রতিবাদে মুখর পশ্চিমবঙ্গও। যাদবপুর, প্রেসিডেন্সির মতো বিশ্ববিদ্যালয় গুলির সঙ্গে প্রতিবাদ মিছিল করে তৃণমূলও। এই ঘটনার প্রতিবাদে এবার রেল অবরোধ করলেন স্থানীয় মানুষজন।