ডেস্ক: শুক্রবার থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে বাতাসে ঝোড়ো হাওয়াও বইছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে।যদিও দিনের বেলা তাপমাত্রা বেশি থাকায় গরমে নাজেহাল শহরবাসী। তবে রাত হলে তাপমাত্রা কিছুটা হলেও কমে যায়। ফের একবার শহরবাসীদের জন্য সুখবর দিল হাওয়া অফিস। বিকেলের মধ্যেই কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঝড় হতে পারে বলে জানা গিয়েছে।
আবহাওয়া সূত্রে খবর, বিকেলের ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পরে। দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টি হতে পারে। জানা গিয়েছে, ছত্রিশগড়ে ঘূর্ণবাতের জেরে সারা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও প্রবল বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, ঝাড়্গ্রাম, বাঁকুড়া, দুই মেদিনীপুর, বর্ধমান জেলায় ভেরী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে জানিয়ে দিল হাওয়া অফিস।
তাপমাত্রা বাড়তে পারে উপকূলবর্তীয় জেলাগুলিতে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা বাড়তে পারে। কিছু অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিক থাকবে বলে জানা গিয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি জেলাগুলিতেও বিকেলের পর থেকেই ভারি বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাতের জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।