kolkata news

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস প্রায় সব জেলাতেই। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রী । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রী । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭০ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ২৬.২ মিমি।

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান পুরুলিয়াতে। উত্তরবঙ্গে একটানা ভারী বৃষ্টি।

আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি । বৃহস্পতি ও শুক্রবার থেকে আলিপুরদুয়ার কোচবিহারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুরের।মালদা ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ সিকিম উত্তরবঙ্গে সক্রিয়। এর প্রভাবে দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয়বাষ্প ডুকছে উত্তর-পূর্ব ভারতে।বঙ্গোপসাগর থেকে আসা এই জলীয়বাষ্প প্রভাবে প্রচুর বৃষ্টি হবে আসাম মেঘালয় সিকিম ও উত্তরবঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here