ডেস্ক: আইপিএলে তাঁর দল দীর্ঘ দুই বছর নির্বাসিত হওয়ার পর চলতি বছরেই মাঠে নেমেছে। কিন্তু বিপদের ফাঁড়া মাথা থেকে নামেনি ব্যবসায়ী রাজ কুন্দ্রার। সূত্রের খবর,ইডি-এর পক্ষ থেকে তাঁকে সমন করা হয়েছে। মূলত বিটকয়েন নিয়ে জালিয়াতি করায় এবারে ইডির নজরে পরেছেন শিল্পার বড় রাজ। ২০০০ কোটি টাকা বিটকয়েন জালিয়াতিতে নাম উঠে এসেছে রাজের। এই মামলায় ইডি এর আগে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল অমিত ভরদ্বাজ নামে এক ব্যক্তিকে। তাঁকে জিজ্ঞাসা করায় রাজের নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে। আয়কর বিভাগ ইতিমধ্যেই দেশজুড়ে বিটকয়েন ব্যবহারকারীদের নোটিশ দিয়েছে বলে জানা গিয়েছে। যাঁদের বিটকয়েনের কেনাবেচা এক কোটির উপরে তাঁদের কাছে চিঠি পাঠিয়েছে আয়কর বিভাগ।
তাছাড়াও যাঁদের নাম উঠে এসেছে এই কান্ডে সেই তালিকা তৈরি করে ইডির কাছে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে আয়কর বিভাগ বলে জানা গিয়েছে। সেই তালিকায় বড় বড় শিল্পপতি থেকে শুরু করে বলিউডের নামীদামী তারকাদের নাম আছে বলে জানা গিয়েছে। খুব শীঘ্রই ইডি তাঁদের তদন্ত শুরু করবে বলে জানা গিয়েছে। সম্প্রতি রাজ কুন্দ্রার সমন সেই বিষয়কে নিয়েই তদন্তের শুরু বলে মনে করছেন অনেকে। রাজ কুন্দ্রার আইপিএলে নিজের দলের ব্যান নিয়েও খবরের শিরোনামে উঠে এসেছিলেন এর আগে। তবে ইডির সমন নিয়ে রাজ বা তাঁর সংস্থার তরফ থেকে কিছু জানানো হয়নি। শিল্পা শেট্টিকেও এই বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি।