মহানগর ওয়েবডেস্ক: আলিপুর আদালত তাঁকে খালি হাতেই ফিরিয়েছিল। সেখানে জামিনের আবেদন নাকচ হয়ে খারিজ হয়ে যাওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমার। হাইকোর্ট আগাম জামিনের আবেদন করেন রাজীবের আইনজীবী। কিন্তু সেই মামলাটি এজলাসে উঠতেই শুনানি বুধবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। রুদ্ধদ্বার কক্ষে আগাম জামিনের আবেদনের শুনানি ছিল। ওই দিন রাজীবের আইনজীবীরা তাঁর আগাম জামিনের পক্ষে সওয়াল করেন কিন্তু ওই শুনানিতেও কোনও ফয়সালা না হওয়ায় আজ ফের শুনানি হয়। তবে এ দিনও শেষ হল না শুনানি। আগামিকাল শুক্রবার ফের ওই মামলার শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
এদিন এই শুনানিতে রাজীব কুমারের ভাগ্য নির্ধারণের সম্ভাবনাও ছিল। কিন্তু তাতে যে আরও সময় লাগবে তা স্পষ্ট। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সইদুল্লা মুনসীর ডিভিশন বেঞ্চের এজলাসে রাজীবের আগাম জামিনের আর্জি জানান তাঁর আইনজীবী। এদিন সেই মামলার শুনানি করতে অস্বীকার করেন বিচারপতি। বলেন, আগামিকাল অর্থাৎ বুধবার রাজীবের মামলা শুনবেন তিনি। কিন্তু সেদিন মামলার শুনানি অসম্পূর্ণ থেকে যাওয়ার কারণেই এদিন শুনানি ছিল। তবে আখেরে লাভের লাভ আজও হল না।
উল্লেখ্য, রাজীবও নিজের আইনজীবীর মাধ্যমে একের পর এক আইনি ঘুঁটি সাজাচ্ছেন। সিবিআইকে মেল করে তিনি জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বরের পরই তদন্তের মুখোমুখি হওয়া সম্ভব তাঁর পক্ষে। একই সঙ্গে বাড়তি ৫ দিনের ছুটিও চেয়ে নিয়েছেন তিনি। বিশেষজ্ঞ মহলের ধারণা, আদালতের রক্ষাকবজ ছাড়া কোনও ভাবেই সিবিআইয়ের সম্মুখীন হতে চাইছেন না রাজীব। কেননা তখন তাঁকে গ্রেফতার করে নেওয়ার সম্ভাবনাই বেশি। ফলে আদালত রাজীবকে আদৌ রক্ষাকবজ দেয় কিনা ও রাজীব প্রকাশ্যে আসেন কিনা তার জন্য আরও সময় অপেক্ষা করতে হবে।