kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: সাফল্যের পরও ‘কবীর সিং’ নিয়ে বিতর্ক থামছে না। এইরকম একটা ছবি কীভাবে পাশ হল এবং তা সফল হল অনেকেই এই বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। যেই ছবিতে হিংসা, মারপিট এবং গালিগালাজ ছাড়া কিছুই নেই। এমনকি সেন্সর বোর্ডের এক সদস্য ‘কবীর সিং’ নিয়েও প্রশ্ন তুলেছেন। ছবিটিকে হিংসাত্মক এবং অসহ্য বলে জানান তিনি। তবে এবার ‘কবীর সিং’-এর সমর্থনে কথা বলেছেন রাজকুমার রাও। অভিনেতার মতে, ‘সেন্সর যদি এই ধরনের ছবি দেখার অনুমতি দেয় তাহলে বলিউডে ছবি বানানো যেতে পারে। পাশাপাশি তিনি এও জানান, প্রত্যেক মানুষের নিজের ব্যক্তিগত মতামত রয়েছে এবং তা সম্মান করা দরকার।’

এক সাক্ষাতকারে রাজকুমার জানান, ‘আমার মতে প্রত্যেক মানুষের মতামত প্রকাশ করার অধিকার আছে। যেমন আমি নিজের চিন্তাভাবনা এবং আদর্শ নিয়ে চলাফেরা করি এবং প্রত্যেক ছবিতে নিজের চরিত্রের জন্য সেরমই খুঁজি। তবে সিনেমার জন্য নির্দিষ্ট কোনও নিয়ম নেই। প্রত্যেক ঘরনার ছবি আছে। এন্টারটেনমেন্ট হচ্ছে এমন একটি ঘরনা যেখানে দর্শকদের কাল্পনিক গল্প অথবা কোনও সময় জীবনী বা অন্য কোনও গ্রন্থ থেকে গৃহীত কাহিনি দেখানো হয়ে থাকে। যেমনটা হল ‘গল্লি বয়’। একজন র‍্যাপারের জীবনীকে ছবিতে তুলে ধরা হয়েছে। তাঁর কাহিনি দর্শকেরা জেনেছেন।’

তিনি আরও বলেন, ‘তবে কোনও কোনও মানুষের চিন্তাধারা এবং আদর্শের ওপরে তা নির্ভর করে। যদি সেন্সর অনুমতি দেন তাহলে এই ধরনের ছবি বলিউডে বানানো যেতেই পারে। তবে ছবি দেখব কী দেখব না তা আমাদের ওপর নির্ভর করে। বিষয়টা খুবই সোজা, আপনার আদর্শের ওপর তা নির্ভর করবে। ভালো বা খারাপ তা আপনি বিচার করবেন। কোনও সময় ভালো লাগে আবার কোনও সময় আপনার পছন্দ হয় না। ‘

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here