ডেস্ক: এবারে জেলের ঘানি টানতে হবে ভুলভুলাইয়ার ‘ছোটে পন্ডিত’ রাজপাল যাদবকে। ২০১২ সালে মুক্তি পায় রাজপালের পরিচালিত ছবি ‘আতা পাতা লাপাতা’। এই ছবির প্রযোজনা করার জন্য তিনি ২০১০ সালে দিল্লীর এক ব্যবসায়ীর এম.জি. আগরয়ালের থেকে ৫ কোটি টাকা ধার নেন। কিন্তু ধার তিনি শোধ করেননি। ২০১৩ সালে এই কেসটির জন্য রাজপালকে ১০ দিনের বিচারবিভাগীয় হেফাজতের আদেশ দেন আদালত। ২০১৫ সালে তিনি আদালতকে জানান ১.৫৮ কোটি টাকা তিনি শোধ করে দিয়েছেন এবং বাকি ৩.৪২ কোটি আগামী ৩০ দিনের মধ্যে দিয়ে দেবেন। কিন্তু তারপরও টাকা ফেরত দেননি তিনি। শেষপর্যন্ত করকরডুমা আদালত রাজপাল যাদব এবং তার স্ত্রী রাধাকে দোষী সাব্যস্ত করেছে এবং ২৩শে এপ্রিল থেকে তাদের জেল হেফাজতের রায় দিয়েছে।
“