মহানগর ওয়েবডেস্ক: হাতে বেশি সময় নেই, তার আগেই সমস্ত কাজ শেষ করতে চান পরিচালক অয়ন মুখার্জি। ‘ব্রহ্মাস্ত্র’-র শ্যুটিং প্রায় শেষ হওয়ার পথে, তবে রণবীরের শ্যুটিং এখনও বাকি আছে বলে জানা গেছে। খুব শীঘ্রই গোটা টিম মানালি পাড়ি দিতে চলেছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে ছবির শেষ অংশ শ্যুট হবে মানালিতে। ২০১৭-এ ‘ব্রহ্মাস্ত্র’-র ঘোষণা করে নির্মাতারা। ছবির প্রথম শ্যুট হয় বুলগেরিয়াতে। এরপর বারাণসিতে সিনেমার দ্বিতীয় অংশের শ্যুট করেন রণবীর-আলিয়া। যদিও পোস্ট প্রোডাকশনের কাজ এবং গ্রাফিক্সের জন্য দেরি হওয়ার ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল। ২০২০-র এপ্রিলে মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’। জানা গিয়েছে, নভেম্বরে মানালিতে উড়ে যাবেন আলিয়া-রণবীর। ১৫ দিন গোটা টিম সেখানে থাকবে এবং শ্যুটিং হবে। ‘শিবা’ অর্থাৎ রণবীরের চরিত্রের জন্য সমস্ত রকম প্রস্তুতি মানালিতে নেওয়া হবে। কোনও রকম ত্রুটি রাখতে চান না অয়ন মুখার্জি।
সূত্রের খবর, ভারতে বিভিন্ন জায়গা ছবিতে দেখানো হবে। কলাকুশলীদের চরিত্রের উপর নির্ভর করেই দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ছবির শ্যুটিং করা হয়েছে। ইতিমধ্যেই ‘শিবা’-র ভূমিকায় প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন রণবীর কাপুর। মানালিতে অভিনেতার শ্যুটিং করবেন। চিত্রনাট্যের জন্য তা খুব দরকার বলে জানা গেছে। ২০১৯-এর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল ‘ব্রহ্মাস্ত্র’। কিন্তু গ্রাফিক্সের কারণে তা হয়ে ওঠেনি। ছবিতে রণবীর, আলিয়া ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, ডিম্পেল কাপাডিয়া, নার্গাজুনা এবং মৌনি রায়। অমিতাভের সঙ্গে কাজ করার বিষয়ে বাঙালি কন্যা মৌনি জানান, ‘আমি এখন শান্তিতে মরতে পারব, তাঁর (অমিতাভ) সঙ্গে কাজ করতে পারা এবং আমাদের একসঙ্গে সিন ছিল। ছবিটি করার থেকে বড় হল, অমিতাভ স্যারের সঙ্গে সিন শ্যুট করা।’