news entertainmrnt

মহানগর ওয়েবডেস্ক: গতকাল রাতেই অমিতাভ ও অভিষেক বচ্চনের করোনা ধরা পড়ায় চিন্তিত হয়ে পড়ে বলিউড। এরই মাঝে এদিন সকালেই সোশ্যাল মিডিয়াতে রটে যায় রণবীর কাপুর ও তার মা নীতু সিং কাপুর নাকি করোনা তে আক্রান্ত হয়েছেন।

এই খবর দ্রুত ছড়িয়ে পড়তে উদ্বিগ্ন হয়ে যান অনেকে। একটি টুইটের মাধ্যমে জানা যায় কিছুদিন আগেই নীতু সিং এর জন্মদিনের পার্টিতে উপস্থিত থাকা করণ জোহর, রণবীর সকলেই করোনাতে আক্রান্ত হয়েছেন। ওই পার্টিতে নাকি উপস্থিত ছিলেন অমিতাভের নাতি অগস্ত্য নন্দা। তার শরীর থেকেই নাকি এই মারণ ভাইরাস ছড়িয়েছে সর্বত্র। যেহেতু গতকাল রাতেই অমিতাভের করোনা আক্রান্তের খবর মিলেছে তাই সকলেই চিন্তিত হয়ে যান। যদিও এই যাবতীয় খবর ভুয়ো বলে জানিয়ে দেন রণবীরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহানী। ওই টুইটের স্ক্রিন শট তুলে রণবীরের দিদি জানিয়ে দেন তার অভিনেতা ভাই ও মা সম্পুর্ণ সুস্থ রয়েছেন ভুল খবর রটানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here