ডেস্ক: কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন বহু অভিনেত্রী। সেটা টলিউড হোক বা বলিউড পিছিয়ে কেউই। সেই দিক দিয়ে গতকাল সরোজ খান এইন কাস্টিং কাউচের পাশে থেকে মুখ খুলে বিপাকে পড়েন। পড়ে তাঁকে ক্ষমা চাইতে হয়। কিন্তু গত মঙ্গলবার সঞ্জু সিনেমার ট্রেলার লঞ্চ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত হাস্যকর পরিস্থিতি তৈরি করেন তিনি। সঞ্জয় দত্তের বায়োপিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। টিজার লঞ্চে সকলের মুখ থেকে প্রশংসা কুড়িয়েছেন রণবীর।
কিন্তু গতকাল সাংবাদিকদের কাস্টিং কাউচ নিয়ে প্রশ্ন করাতে খানিকটা হাসির সুরে পরিচালক রাজকুমার হিরানি ও প্রযোজক বিধুবিনোদ চোপড়ার কোলে হেলে পড়েন রণবীর। পরে তিনি জানান ”আমি কোনদিন কাস্টিং কাউচের শিকার হয়নি।” তবে যদি বলিউড ইন্ডাস্ট্রিতে এমন কিছু থেকে থাকে তা সত্যিই জঘন্য।” এই বলে হাসিতে ফেটে পড়েন রণবীর। ব্যাস সেটা দেখে ভাইরাল হতেই নেটিজনেরা নানান উক্তি করতে থাকেন। কেউ বলেন এটা বোধ হয় রণবীরের কাছে খুব গর্বের ব্যাপার তাই এটা নিয়ে এইরকম আচরণ করলেন তিনি। এছাড়াও অনেক রকমভাবে প্রশ্নবান ছোঁড়া হয় রণবীরের দিকে। কিন্তু সেই বিষয় নিয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি রণবীরের।