ডেস্ক: ট্রেন চলছে, কিন্তু ট্রেনের পিছন থেকে রীতিমতো উধাও হয়ে গেল বগিগুলি। দেশ জুড়ে গত কয়েক মাসে একের পর এক দুর্ঘটনার পর, ফের বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের ধানবাদে।
জানা গিয়েছে, রাঁচি থেকে হাওড়ার দিকে আসছিল রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। যাত্রাপথে ট্রেনটি মথুরা স্টেশন ছাড়ার পরই আচমকা ট্রেনের ইঞ্জিন বগি থেকে আলাদা হয়ে যায় বাকি বগিগুলি। ওই অবস্থাতেই চলতে থাকে ট্রেনটি। অঘটন ঘটেছে বুঝতে পেরে ফের ট্রেনটিকে ফিরিয়ে বাকি কামরাগুলির কাছে নিয়ে আসেন চালক। ঘটানর জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। যাত্রীরা বেশ বুঝতে পারেন অল্পের জন্য কোনও মতে রক্ষা পেয়েছেন তাঁরা।
এই ঘটনার পরই দ্রুত ঘটনাস্থলে আসেন ট্রেনের উচ্চপদস্থ আধিকারিকরা। ট্রেনটিকে দ্রুত মেরামতির কাজে হাত লাগান রেলকর্মীরা। বেশ কিছুক্ষনের চেষ্টায় মেরামতির পর ফের চালু করা হয় ট্রেনটিকে। এই ঘটনার তদন্ত শুরু করেছে রেল।