sports news

Highlights

  • প্রত্যেক ভারতীয়র মাতৃভাষা হিন্দি- বিতর্কিত মন্তব্য করে বসলেন বিসিসিআইয়ের এক ধারাভাষ্যকার
  • ঘটনাটি ঘটে বৃহস্পতিবার কর্ণাটক বনাম বরোদার ম্যাচের সময়
  • সমালোচনায় সরব নেটিজেনরা

মহানগর ওয়েবডেস্ক: ‘প্রত্যেক ভারতীয়র মাতৃভাষা হিন্দি, তাই সকলের এইটা জানা উচিত’- রঞ্জি ম্যাচের কমেন্ট্রি করতে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করে বসলেন বিসিসিআইয়ের এক ধারাভাষ্যকার। আর এর পরেই সোশ্যাল মিডিয়া উত্তাল। সকলেই প্রশ্ন করেন একজন ধারাভাষ্যকার ক্রিকেট ম্যাচের মাঝে কী করে সকল ভারতীয়কে হিন্দি ভাষা জানার ‘জ্ঞান’ দিতে পারেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার কর্ণাটক বনাম বরোদার ম্যাচের সময়। সেখানেই দুই কমেন্টেটরকে আলোচনা করতে শোনা যায় হিন্দি জানা নিয়ে। একজন আবার সুনীল গাভাস্কারের ডট বলকে ‘বিন্দি বল’ বলা নিয়েও প্রশংসা শুরু করেন। সেখানেই একজন কমেন্টেটর বলেন,

‘সকল ভারতীয়র হিন্দি জানা উচিত। এটা আমাদের মাতৃভাষা। হিন্দির থেকে বড় ভাষা আর নেই।’

তখন অন্য একজন বলেন,

‘আমার সেই সব লোকদের উপর খুব রাগ হয় যারা বলেন ক্রিকেটারা কেন হিন্দিতে কথা বলবে? ভারতে থাকতে গেলে অবশ্যই হিন্দি বলতে হবে, কারণ হিন্দি আমাদের মাতৃভাষা।’

ব্যাস, এই কথোপকথনের ভিডিয়ো খুব তাড়াতাড়িই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর তারপরেই ওই দুই কমেন্টেটরের ‘আক্কেল জ্ঞান’ নিয়ে প্রশ্ন ওঠে। সকলেই প্রশ্ন তোলেন, কেন সকল ভারতীয়কে হিন্দি জানতে হবে? বিসিসিআই কেন এই হিন্দি চাপিয়ে দেওয়াকে সমর্থন করছে? সকল ভারতীয়র হিন্দি জানা বাধ্যতামূলক নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here