ডেস্ক: গত বছরেই মহাধূমধাম করে বিয়ে সাড়েন রণবীর সিং এবং দীপিকা পাডুকোন৷ বিয়ের পরে রণবীরকে ব্যক টু ব্যক দুটো সিনেমায় দেখা গেলেও দীপিকাকে কিন্তু সেভাবে কোন সিনেমাতেই দেখা যায়নি৷ কারণ আপাতত তিনি ব্যস্ত তাঁদের সংসার গোছাতে৷ যদিও খুব শিগগিরি তিনি যে বড়পর্দায় আসছে, সেটা কিন্তু মাসখানেক আগেই নিশ্চিত করেছেন অভিনেত্রী স্বয়ং৷ কিন্তু কামব্যক করার পর যদি তাঁর প্রাক্তন বয়ফ্রেন্ড রণবীরের কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করে অভিনেত্রী, তাহলে কী নিরাপত্তাহীনতায় ভুগবেন স্বামী রণবীর সিং?
হ্য়াঁ, সম্প্রতি রণবীরকে এমনই এক বিতর্কিত প্রশ্ন করা হয় সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে৷ উত্তরে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দেন, ‘আমাকে দেখে কী কোনভাবে ইনসিকিওর পারসন বলে মনে হয়? আমি একদমই নিরাপত্তাহীনতায় ভুগিনা৷ আমি আমার ভালোবাসা নিয়ে প্রচণ্ডভাবে আত্মবিশ্বাসী৷ আামি জানি আমার মতো করে আর কেউ ওকে ভালোবাসতে পারবে না৷’
এছাড়াও তাঁকে প্রশ্ন করা হয়, ভবিষ্যতে তিনি রণবীরের সঙ্গে কাজ করতে ইচ্ছুক? উত্তরে তিনি জানান, ‘আমাদের কাছে আগে একাধিক অফার এসেছিল৷ কিন্তু কখনই কাজ করা হয়ে ওঠেনি৷ তবে খুব শিগগিরি একসঙ্গে কাজ করা হতে পারে৷ আমি জানি আমার মতো রণবীরেরও একই চিন্তাভাবনা৷ যদি ভবিষ্যতে আমরা একসঙ্গে কাজ করি, তাহলে সেটা বলিউডের ঐতিহাসিক ছবি হতে পারে৷’