ডেস্ক: বিয়ে হয়েছে মাত্র তিনমাস আগে। এখনও সারাজীবন কাটাতে হবে ‘দীপ-বীর’-কে একসঙ্গে। কিন্তু দীপিকার ভালো স্বামী হওয়ার জন্য আরও কী করা উচিত রণবীরের। এই কথাই সর্বক্ষণ মাথায় ঘুরছিল রণবীর সিং-এর। তাই বিবাহিত জীবন সুখের করতে ও সেরা স্বামী হতে রণবীর সরাসরি পরামর্শ চাইলেন করিনা কাপুর খানের। কারণ বলিউডে এই মুহূর্তে সবচেয়ে পুরানো বিবাহিত হট জুটিদের মধ্যে একজন হল করিনা ও সইফ। রণবীর তাই পরামর্শ নিয়েছেন করিনার থেকে। সিং, বেবোকে প্রশ্ন করেন, ”কীভাবে সেরা স্বামী হওয়া যায়”?।
সেই প্রশ্নের উত্তরে করিনা জানান, ”গোটা ভারত জানে তুমি দীপিকাকে কতটা ভালোবাসো। তোমাকে দেওয়ার মতো কোনও টিপস নেই আমার কাছে। যতটা ভালোবাসা তুমি দীপিকাকে দাও, সেটা কেউ দিতে পারবে না। তোমাকে দেখে সকলের শিক্ষা নেওয়া উচিত। যদিও আমি তোমাকে একটি সহজ উপায় বলে দেব। ভালো সম্পর্ক রাখতে গেলে ও সেরা স্বামী হতে গেলে একে ওপরকে সময় দাও। তারপর সবকিছুই সময়মতো হয়ে যাবে।” করিনার রেডিও চ্যাট শোতে এই পুরো কথোপকোথনটি চলেছে। গত ছয় বছর ধরে দীপিকার সঙ্গে প্রেম করার পর, গত ১৪-১৫ নভেম্বরে ইতালির লেক কোমোতে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রণবীর ও দীপিকা। বলিউডে অন্যতম সেরা জুটি হিসাবে এই মুহূর্তে সেরার তালিকায় আছেন তাঁরা।