ডেস্ক: ভারতের বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের ভারতের প্রবেশের পর বলিউডের তরফ থেকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। তাঁর মধ্যে সবচেয়ে আগে জানান রণবীর সিং। তিনি এও বলেন পাকিস্তান অভিনন্দনকে মুক্তি দিয়েছে ঠিকই কিন্তু পুলওয়ামাতে শহীদ জওয়ানদের কথা ভুলে গেলে চলবে না। তিনি আরও জানান, ”অভিনন্দন একজন সত্যিকারের হিরো যেভাবে পাকিস্তানের মাটিতে তাঁদের সেনার কাছে নিজেকে মজবুত করে রেখেছিল সেটা দেখার মতো। গোটা দেশের কাছে গর্বের বিষয়।” এক জাতীয় সংবাদমাধ্যমের কনক্লেভে এসেছিলেন রণবীর। তাঁকে জিজ্ঞাসা করা হয় ভারতে পাকিস্তানি শিল্পীদের ব্যান প্রসঙ্গে।
রণবীর জানান, ”ওইদিনে আমার সিনেমা মুক্তি পায় কিন্তু আমি নিজে খুব বিরক্ত ছিলাম। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে জইশ জঙ্গিরা যে কাজটি করেছেন তাঁর কোনও ব্যাখ্যা হয়না। আমার খুব খারাপ লাগছিল, কী করব ভাবতে পারছিলাম না।” এই ঘটনার পরেই ভারতের সিনেওর্য়াকার্সদের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে চিঠি দেয়। যাতে ভারতে কোনওভাবেই কাজ না করতে পারে পাকিস্তানি শিল্পীরা। তাঁদের ভিসা পাওয়া নিয়েও বিধিনিষেধ জারি করা হয়েছে। এই বিষয়ে রণবীরকে প্রশ্ন করা হলে তিনি জানান, ”একটি মতবাদ আছে, যে শিল্পের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে দেওয়া উচিত নয়। দুটি বিষয় সম্পূর্ণ আলাদা এবং দুটি বিষয়ের একটি সীমারেখা আছে। তবে আমি মনে করি সীমান্তে সেনারা যা ত্যাগ প্রদান করছে, আমরা সেই দিক থেকে সুরক্ষিত আছি। পাকিস্তানের শিল্পীদের কাজ দেওয়া হবে কিনা সেটা ভারতের সাধারণ মানুষ বলবে। যদি একজন সেনার মা এটা বলেন, যে আমাদের দেশে পাকিস্তানি শিল্পীদের কাজ দেওয়া উচিত নয়, তাহলে তাঁর কথা আমাদের রাখতে হবে।”