ডেস্ক: টক শো নিয়ে অনেকে অনেকরকম ভাবে এক্সপেরিমেন্ট করেছেন। আজকের দিনে সবথেকে জনপ্রিয় ও চাঞ্চল্যকর টক শো হল কফি উইথ করন যার সঞ্চালক হলেন করন জোহার। কিন্তু তাঁর থেকেও জনপ্রিয় ছিল অভিনেতা ফারুখ শেখের জিনা ইসি কা নাম হ্যা। বিভিন্ন বড় বড় তারকাদের নিয়ে এবং তাঁদের পরিবার পরিজন নিয়ে আলোচনার মাধ্যমে এক জনপ্রিয়তা পেয়েছিল এই টক শোটি। একলাফে জনপ্রিয়তা বাড়ে অনেকটাই। সঞ্চালকের ভূমিকায় থাকা ফারুখ শেখের চোখা চোখা প্রশ্নের মুখে বিভ্রান্ত হতেন অনেক তারকারা। সেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান,সঞ্জয় দত্ত,শর্মালি ঠাকুর,ঐশর্য্য রায় বচ্চন, জগজিত সিং, অনিল কাপুর এবং আরও অনেকে।
শুধুমাত্র অভিনয় -এর জন্য নয় মানুষ ফারুখ শেখকে ভালোবাসে তাঁর এই টক শোয়ের সঞ্চালনা দেখে। আজ তাঁর জন্মবার্ষিকীতে আরও একবার ফিরে দেখা হচ্ছে সেইসব দিনগুলিকে। আজ তাঁর জন্মদিনে সকাল থেকেই গুগল তাঁর ডুডলে এঁকেছেন ফারুখ শেখকে। জনপ্রিয় এই অভিনেতা ‘চশমে বদ্দুর’ ‘নুরি’ ‘উমরাও জান’ ‘শতরঞ্জ কা খিলাড়ি’ প্রভ্রতি সিনেমায় তাঁর অভিনয়ের মাধ্যমে মন ছুঁয়ে গেছেন তিনি। তাঁকে শেষবার অভিনয় করতে দেখা গিয়েছিল রনবীর কাপুর অভিনীত ‘ইয়ে জাওয়ানি হ্যা দিওয়ানি’ সিনেমাতে। মাত্র ৬৫ বছর বয়সে দুবাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তিনি ‘লাহোড়’ সিনেমার জন্য সেরা সহ অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পান তিনি। আজ তাঁর জন্মবার্ষিকীতে একবার ফিরে দেখা ফারুখ শেখকে।