নিজস্ব প্রতিবেদক, কান্দি: এক সাংবাদিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার সালার এলাকায়। মৃত সাংবাদিকের নাম ভাস্কর ঘোষ(৩৩)। তার বাড়ি সালার থানার স্মরনহাটি গ্রামে। তিনি স্থানীয় একটি কেবল টিভি চ্যানেলে কর্মরত ছিলেন। এছাড়াও বেশকিছু পত্রপত্রিকায় লেখালেখি করতেন। শুক্রবার রাতে নবগ্রাম থানা এলাকায় তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সাংবাদিকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এটা খুন নাকি আত্মহত্যা তদন্ত করছে পুলিশ। তবে মৃতের পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।